ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার কাছ থেকে জাতি যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি ॥ সৈয়দ আশরাফ

প্রকাশিত: ০৭:৪১, ৩০ সেপ্টেম্বর ২০১৬

শেখ হাসিনার কাছ থেকে জাতি যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি ॥ সৈয়দ আশরাফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাঙালী জাতি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি। দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং সফলও হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশকে তিনি বিশ্বসভায় অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের কাফরুলে ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জš§দিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদানে আমরা তাকে কিছুই দিতে পারব না। তাই শুধু একটু ফুল দিয়ে কাল (শুক্রবার) তাকে অভিনন্দন জানাব। মাহবুবউল-আলম হানিফ বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আর সম্পর্ক থাকতে পারে না। ভবিষ্যতে বাংলার মানুষ ভেবে দেখবে একাত্তরের হত্যাকারীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। তাই তার নিরাপত্তার বিষয়টি সব সময় আমাদের মনে রাখতে হবে। আপনাদের অনুরোধ করছি, নেত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে নির্দেশ দেবে তা মানার জন্য। তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর এমপি সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) ফারুক খান উত্তরের মেয়র আনিসুল হক ও সাদেক খান। আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত হয়।
×