ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি

প্রকাশিত: ০৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি

ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ হুমকি দিয়ে বলেছেন, তাদের পরমাণু অস্ত্র ‘শোপিস’ নয় বা সাজিয়ে রাখার জন্য নয়, প্রয়োজনে তা ব্যবহারও করা হবে। পাকিস্তানের একটি টিভি চ্যানেল ‘সামা’-কে দেয়া এক সাক্ষাতকারে তিনি ভারতকে ওই হুমকি দেন। ২৬ সেপ্টেম্বর সাক্ষাতকারটি প্রচারিত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া, ডন ও এনডিটিভির। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। ওই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলেছে ভারত। এ নিয়ে দফায় দফায় আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এরই মাঝে পাকিস্তানী প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমাদের কৌশলগত যে অস্ত্র রয়েছে, তা আমাদের দেশের সুরক্ষার জন্যই বানানো হয়েছে। সেগুলো শুধুমাত্র ‘শোপিস’ হিসেবে সাজিয়ে রাখার জন্য নয়। কোন দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, যদি আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে আমরা এ পরমাণু অস্ত্রের ব্যবহার করে তাদের ধ্বংস করে দেব। এই প্রথমবার নয়, উরি হামলার একদিন আগে ১৭ সেপ্টেম্বর জিও টিভির সাক্ষাতকারে তিনি প্রায় একই কথা বলেছিলেন। সাক্ষাতকারে তাকে প্রশ্ন করা হয়েছিলÑ যুদ্ধের কোন হুমকি আছে কি-না? এর উত্তরে খাজা আসিফ বলেছিলেন, যুদ্ধের কোন সঙ্কেত এখনও পর্যন্ত নেই, তবে কোরানে আল্লাহ বলেছেন, যুদ্ধের ঘোড়া প্রস্তুত রাখতে হবে। তাই আমরা সব সময়ই প্রস্তুত এবং সম্পূর্ণ প্রস্তুত থাকি। তাকে আরও প্রশ্ন করা হয়, ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে? তিনি জবাব দেন, এটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি আমাদের প্রতিরক্ষা ও বেঁচে থাকা বিপদের মধ্যে পড়ে তাহলে আমরা সবকিছুই ব্যবহার করব। এতে ভয়ের কী আছে? কাশ্মীরীদের সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত ॥ ভারতের হুমকি উপেক্ষা করে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ কাশ্মীরীদের সংগ্রাম অব্যাহত রাখার এবং সাম্প্রতিক ভারতীয় উস্কানির মুখে সংযম দেখানো প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান। গুরুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, কাশ্মীরের জনগণের ইচ্ছানুযায়ী কাশ্মীর ইস্যুতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান কাশ্মীরীদের নৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাবে। কাশ্মীরীদের ওপর ভারতের নৃশংসতা বরদাস্ত করা হবে না। বৈঠকে যে কোন আগ্রাসনে ভারতের কর্মকা- ও পরিকল্পনা পর্যালোচনা করে দেখা হয়েছে। নওয়াজ বলেন, ব্যাপক উস্কানি সত্ত্বেও পাকিস্তান অতুলনীয় ও অভূতপূর্ব সংযম দেখিয়েছে। এ বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান, অর্থমন্ত্রী ইশাক দার, সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল নাসের খান জানজুয়া, পররাষ্ট্রমন্ত্রী আইজাজ চৌধুরী, ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স মেজর জেনারেল সাহির শামশাদ মির্জা ও সিনিয়র কর্মকর্তারা। দোভালকে রাইসের ফোন ॥ উরি হামলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বুধবার ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস।
×