ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইডেন টেস্ট;###;ঘরের মাঠে ২৫০তম টেস্ট ভারতের, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দেখছেন কিউই কোচ হেসন

সিরিজ জয়ের লক্ষ্য ভারতের, কিউইরা চায় সমতা

প্রকাশিত: ০৬:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

সিরিজ জয়ের লক্ষ্য ভারতের, কিউইরা চায় সমতা

স্পোর্টস রিপোর্টার ॥ কানপুর টেস্ট বিভীষিকাময় ছিল সফরকারী নিউজিল্যান্ডের জন্য। ভারতীয় স্পিনারদের দাপটের মুখে দাঁড়াতেই পারেনি কিউইরা। স্বাগতিক ভারত দুই ইনিংসেই তিন শতাধিক রান করলেও নিউজিল্যান্ড দল সেটা পারেনি। ১৯৭ রানের বড় পরাজয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে এখন তারা। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। অপরদিকে, দেশের মাটিতে সর্বশেষ ১১ টেস্টের ১০টিতেই জয় তুলে নেয়া ভারত এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায়। কানপুরে ঐতিহাসিক ৫০০তম টেস্ট খেলেছে ভারতীয় দল। এবার ইডেনে আরেকটি নতুন ইতিহাস হতে চলেছে। ঘরের মাটিতে ভারতের ২৫০তম টেস্ট এটি। সেটার আয়োজন করতে যাচ্ছে ইডেন। এ ম্যাচেও জয় তুলে নিতে মুখিয়ে আছে বিরাট কোহলির দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি মাঠে গড়াবে। ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট জিতেছিল এ্যালিস্টার কুকের দল ইংল্যান্ড। এরপর টানা ১১ টেস্টের মধ্যে ১০ ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। পুরো ১১ ম্যাচেই জয়টা আসতে পারতো। কিন্তু ব্যাঙ্গালুরুতে গত বছর সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সে ম্যাচেও বেশ ভাল অবস্থানেই ছিল কোহলিরা। তবে কানপুরে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডেরও দারুণ সুযোগ ছিল। প্রথম দু’দিন চালকের আসনে ছিল তারাই ব্যাটে-বলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু এরপর পরস্থিতি পাল্টে গেছে। ভারতের দুই নির্ভরযোগ্য স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন তাদের ভয়ানক ঘূর্ণি দিয়ে তছনছ করে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ভারতীয় স্পিনের বিরুদ্ধে খেলা কতটা বড় চ্যালেঞ্জ সেটা এখানেই অনুমিত। আর সেটা বেশ ভালভাবেই অনুধাবন করছে কিউইরা। এ বিষয়ে কোচ হেসন বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাল শুরু করা। স্পিনের বিরুদ্ধে যদি ভাল শুরু করতে পারা যায় তখনই শুধু গেম প্ল্যান অনুসারে খেলা যাবে। কিন্তু করার চেয়ে এটা বলাটাই সহজতর। ভারতীয় স্পিনের বিরুদ্ধে ভাল শুরু করা কঠিনতম কাজ। আমাদের ব্যাটসম্যানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে সেটা।’ কানপুর টেস্টে তিন স্পিনারকে নিয়েই দল গড়েছিল কিউইরা, কারণ টি২০ বিশ্বকাপে নাগপুরের সদৃশ উইকেট করা হয়েছিল কানপুরে। কিন্তু এবার ভারতীয় ব্যাটসম্যানরা দারুণ খেলেছেন, আর কিউই ব্যাটসম্যানরা হয়েছেন ব্যর্থ। ইডেনেও অপেক্ষা করছে কিছুটা ব্যতিক্রমী উইকেট। উইকেটে যথেষ্ট সুইং থাকবে। আগের ম্যাচে খেলতে পারেননি পেসার টিম সাউদি, এ ম্যাচে তিনি ফিরছেন। ট্রেন্ট বোল্টের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এ ম্যাচে স্পিনার মার্ক ক্রেইগকে পাচ্ছে না কিউইরা। পেস অলরাউন্ডার জেমস নিশাম জায়গা পেতে পারেন কন্ডিশন বিবেচনায়। আর ওপেনার মার্টিন গাপটিলের বদলে উদ্বোধনীতে দেখা যেতে পারে অভিজ্ঞ লুক রনকিকে। দেশের মাটিতে ২৫০তম এ টেস্ট জেতার জন্য মরিয়া থাকবে ভারতীয় দল। কানপুরে জাদেজা-অশ্বিন মিলে ১৬ উইকেট শিকার করেছিলেন। ইংল্যান্ডের নতুন কোচ কে? ওয়েঙ্গারকে চায় থ্রি লায়ন্সরা স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিন আগেই সাম এ্যালারডাইসকে ছাঁটাই করে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফএ। এরপর থেকে শুরু হয় নতুন কোচ নিয়ে জল্পনা-কল্পনা। তবে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আর্সেন ওয়েঙ্গারকেই কোচ হিসেবে চাইছে ইংল্যান্ড। মৌসুম শেষ হলেই আর্সেনালের অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গারকে জাতীয় দলে আনার পক্ষেই রায় দেশটির ফুটবলপ্রেমীদের। যে কারণে আপাতত ইংল্যান্ডের দায়িত্ব পরিচালনা করবেন দেশটির সহকারী কোচ গ্যারেথ সাউথগেট।
×