ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল

রুবেল হোসেন আউট মোশাররফ ইন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৬

রুবেল হোসেন আউট মোশাররফ ইন

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে। বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনও করছেন। কেন? মুহূর্তেই জানা হয়ে গেল, আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে মোশাররফকে নেয়া হয়েছে। তাহলেতো একজনকে বাদ যেতে হবে? তিনি কে? তাও মুহূর্তেই জানা গেল। তিনি আর কেউ নন, পেসার রুবেল হোসেন। তার মানে, এক রুবেল আউট হয়ে গেলেন। আরেক রুবেল ইন হলেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে মোশাররফের স্থান হয়নি। তাকে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) খেলায় মনোযোগ দিতে বলা হয়। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে মোশাররফকে বিবেচনা করা হবে। মোশাররফও এনসিএল খেলাতেই মনোযোগী হয়ে ওঠেন। কিন্তু বৃহস্পতিবার ঘোষিত তৃতীয় ওয়ানডের দলে ঠিকই মোশাররফের নামটি দেখা যায়। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দল থেকে শুধু একটি পরিবর্তনই হয়েছে। পেসার রুবেলের স্থানে স্পিনার রুবেল যুক্ত হয়েছেন। বাকি ১৩ জন নিজ স্থানেই বহাল আছেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ ঠিকই আছেন। কিন্তু একটি বিষয় নিয়ে সবার মধ্যেই আলোচনা হয়েছে। পেসার বাদ দিয়ে স্পিনার কেন? নির্বাচক সূত্রের খবর, আসলে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে স্পিনাররাই বেশি কার্যকর হয়েছেন। বিশেষ করে বামহাতি স্পিনার। আসল কাজগুলো স্পিনাররাই করেছেন। আফগান ব্যাটসম্যানরাও স্পিনে দুর্বল। আর তাই পেস শক্তি কমিয়ে স্পিন শক্তি বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে মোশাররফ ব্যাটিংয়েও ভাল। স্পিন অলরাউন্ডার। তাই বিবেচনায় মোশাররফকেই নেয়া হয়েছে। রুবেলও শেষ ওয়ানডেতে বোলিংয়ে বিশেষ কিছু দেখাতে পারেননি। আর তা করতে গিয়ে আবারও কপালে দলে থাকা জুটল না পেসার আল আমিনের। এর আগে ২০০৮ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সাড়ে ৮ বছর পর আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে মোশাররফকে। তিন বছর আগে একবার দলে ডাক পান মোশাররফ। কিন্তু একাদশে সুযোগ মিলেনি। মাঠে নামা হয়নি। শনিবার আফগানিস্তানের বিপক্ষে মূল একাদশে থাকতে পারেন এ স্পিনার। স্পিনার আরাফাত সানি বোলিং এ্যাকশন থেকে মুক্ত হলেও দলে নেই। অন্য কোন স্পিনারের ওপর ভরসা না করে হঠাৎ করেই মোশাররফকে প্রাথমিক দলে যুক্ত করা হয়েছিল। তখন ভারতে ছিলেন মোশাররফ। তড়িঘড়ি করে দেশে আসেন। অনুশীলনে যোগ দেন। প্রথম দুই ওয়ানডেতে না থাকলেও অবশেষে তৃতীয় ওয়ানডেতে দলে সুযোগ পেলেন। জাতীয় লীগের প্রথম রাউন্ড খেলতে বগুড়ায় ছিলেন বাঁহাতি এ স্পিনার। নির্বাচকদের ফোনে দ্রুতই ঢাকায় চলে আসেন। এসেই অনুশীলনেও যোগ দিয়েছেন। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা রয়েছে। সিরিজ জিততে হলে বাংলাদেশের সামনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের কোন বিকল্প পথ খোলা নেই। সেই ম্যাচের জন্য মোশাররফ হোসেন রুবেলকে দলে নেয়া হয়েছে। বাদ দেয়া হয়েছে পেসার রুবেলকে। বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।
×