ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স লীগে গার্ডিওলার ম্যানসিটিকে রুখে দিল সেল্টিক

বার্সিনোলার জয়, বেয়ার্ন মিউনিখের হার

প্রকাশিত: ০৬:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬

বার্সিনোলার জয়, বেয়ার্ন মিউনিখের হার

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সিলোনা। বুধবার স্প্যানিশ জায়ান্টরা পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে। এদিন জয় পেয়েছে আর্সেনাল, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং নেপোলিও। তবে এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে গেছে জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখ। তথচ দুর্দান্ত গতিতে ছুটতে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করে রীতিমতো চমকে দিয়েছে সেল্টিক। নিজেদের মাঠে এদিন সেল্টিক ৩-৩ গোলে ড্র করে চলতি মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ উপহার দেয় পেপ গার্ডিওলাকে। অথচ নিজেদের প্রথম ম্যাচে বড় পরাজয়ের লজ্জা পায় সেল্টিক। এই সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মিশন শুরু করেছিল বার্সিলোনা। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকেও পূর্ণ ৩ পয়েন্ট লাভ করল লুইস এনরিকের দল। চোটের কারণে এদিনও মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে দলে ছিলেন নেইমার-সুয়ারেজ। কিন্তু ম্যাচের প্রথমার্ধে কাতালানদের চমকে দেয় জার্মান ক্লাবটি। ৩৪ মিনিটে থোরগান হ্যাজার্ডের গোলে প্রথমে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। জার্মান ক্লাবগুলো নিজেদের মাঠে সবসময়ই দুর্দান্ত। আগেরদিনই যেমন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রুখে দেয় বরুশিয়া ডর্টমুন্ড। বার্সিলোনার বিপক্ষে গোল করে প্রথমে এগিয়ে যাওয়ার পর যেন মনশেনগ্লাডবাখও সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু না, বার্সা আর সেই পথে হাঁটেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে লুইস এনরিকের দল। বিরতির পর মাত্র নয় মিনিটের ব্যবধানেই জোড়া গোল করে এনরিকের শিষ্যরা। ৬৫ মিনিটে আর্দা তুরানের গোলে সমতায় ফিরে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। আর ৭৪ মিনিটে গোল করেন কাতালান ক্লাবটির স্প্যানিশ তারকা জেরার্ড পিকে। চলতি মৌসুমে বার্সার স্প্যানিশ রক্ষণসৈনিকের এটাই প্রথম গোল। আর তাতেই জয় নিশ্চিত হয় বার্সার। বার্সিলোনা জয় পেলেও ড্র করেছে ‘সি’ গ্রুপের ফেবারিট ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার অধীনে উড়তে থাকা ম্যানসিটি এদিন ৩-৩ গোলে ড্র করে সেল্টিকের বিপক্ষে। ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছিল। সিটিজেনদের কোচ হওয়ার পর দশ ম্যাচের সবকটিতেই জয়। কিন্তু সেই উড়তে থাকা সিটিকে প্রথমবার থামিয়ে দিল সেল্টিক। আগের ম্যাচে কাতালান ক্লাবটির কাছে যারা বিশাল ব্যবধানে হেরেছিল সেই সেল্টিকই এবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করে চমকে দিল গোটা ফুটবল বিশ্বকে। কিন্তু সেল্টিকের বিপক্ষে এমন পারফর্মেন্সের পর হতাশ নন পেপ গার্ডিওলা। বরং নিজের শিষ্যদের পারফর্মেন্সে তৃপ্ত-সন্তুষ্ট তিনি। সেই সঙ্গে তার অভিমত, এখান থেকেই ভবিষ্যতের জন্য শিক্ষা নিবে ম্যানসিটির খেলোয়াড়রা। এ প্রসঙ্গে পেপ গার্ডিওলা বলেন, ‘ভবিষ্যতে আরও ভাল শুরুর জন্য সম্ভবত এখান থেকেই আমরা শিক্ষা নিতে পারি। তারা তিনটি গোল করেছে ঠিকই কিন্তু এর বেশি কিন্তু সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে জয়ের জন্য আমরা কিন্তু যথেষ্ট ভাল সুযোগ তৈরি করেছিলাম।’ কোচ হিসেবে বার্সিলোনায় শুরু। কাতালান ক্লাবটিকে অসাধারণ সাফল্য উপহার দিয়ে নতুন করে ঠিকানা গড়েন জার্মান বুন্দেসলিগায়। সেখানেও নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। বর্তমানে আলো ছড়াচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লীগে। দিনের অন্য ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ ব্যবধানে হারিয়েছে বেয়ার্ন মিউনিখকে। জার্মান জায়ান্টদের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন এ্যাটলেটিকোর ইয়ানিক কারাস্কো। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল ২-০ গোলে হারায় বাসেলকে। আর ইতালির নেপোলি ৪-২ গোলে হারায় বেনফিকাকে।
×