ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাবিতে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ০৬:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাবিতে আনন্দ শোভাযাত্রা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তারা এই শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন ঘুরে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে পরে মধুর ক্যান্টিনে গিয়ে এটি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন হল ও ইউনিটের নেতৃবৃন্দ। শোভাযাত্রায় ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে এদিনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো আনন্দ উৎসব কর্মসূচী স্থগিত করে। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ স্টাফ রিপোর্টার ॥ আজ অনুষ্ঠিত হবে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ চাকরিপ্রার্থী এবারের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। এ বিসিএসের মাধ্যমে নিয়োগ পাবেন এক হাজার ২২৬ জন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, খুলনায় মোট ১৯০ কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারী কর্ম-কমিশন (পিএসসি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগসহ প্রবেশ নিষিদ্ধ করেছে। পরীক্ষার সময় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ, পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি সরবরাহ করবে কমিশন। উপরোক্ত ডিভাইস ও ঘড়ি পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ পরীক্ষার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের আওতায় সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে আগেই (িি.িনঢ়ংপ.মড়া.নফ) প্রকাশ করা হয়েছে। শরণার্থী শিশু গ্রীসের চিওস দ্বিপের এক শরণার্থী শিবিরে বাবা-মায়ের জন্য অপেক্ষা করছে এই শিশুটি। বলা হচ্ছে, ইউরোপে প্রবেশের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অন্তত ৬০ হাজার লোক বর্তমানে গ্রীসে অপেক্ষা করছে। প্রতিদিনই শরণার্থীদের এ সংখ্যা বাড়ছে। -এএফপি স্বাস্থ্য উন্নয়নে পুরস্কার গত ২১ সেপ্টেম্বর ১৩টি দেশের ১১২টি এন্ট্রির মধ্যে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালকে এশিয়ান সিএসআর পুরস্কারের স্বাস্থ্য উন্নয়ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের ন্যয়পি তাওয়ে শহরের কেমপিন্সকি হোটেলে আয়োজিত কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির ১৫তম এশিয়ান ফোরামের গালা ডিনারে পুরস্কারের এ ঘোষণা দেয়া হয়। ফ্রেন্ডশিপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (টিম লিডার, হসপিটাল সার্ভিস) ডাঃ নাহিদ নজরুল, ডাঃ মোহাম্মাদ আতিকুল্লাহ সাঈদ সৈয়দ ওয়াসামা দোজা এবং মিসেস রুনা খান (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক)। ফ্রেন্ডশিপ প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন সেবা পৌঁছে দিতে ১৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। -বিজ্ঞপ্তি
×