ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

প্রকাশিত: ০৬:১৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হলো পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তিন দিনব্যাপী এ ট্যুরিজম ফেয়ার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের পর্যটন খাত বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ প্রমুখ। সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের ভেতরে পর্যটনের জায়গাগুলোতে দেশীয় পর্যটকদের আসা-যাওয়া রয়েছে প্রচুর। কিন্তু বিদেশী পর্যটক আশার তুলনায় কম এটা সত্য। এ ক্ষেত্রে বিভিন্ন স্পটে বিদেশীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা উচিত। পর্যটন ঘিরে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। এ শিল্পই হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের মূল উৎস। ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদযাপন করল গ্রামীণফোন রাজধানীর ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) বৃহস্পতিবার ৭শ’র বেশি শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদযাপন করল গ্রামীণফোন। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যে এবং নিরাপদ ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করতে অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রেসিডেনশিয়াল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল হান্নান। -বিজ্ঞপ্তি সশস্ত্র বাহিনী বিভাগে রাসায়নিক নিরাপত্তা বিষয়ে সেমিনার বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত ‘রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে চেয়ারম্যান, বিএনএসিডব্লিউসি ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন। বিএনএসিডব্লিউসি এর চেয়ারম্যান তাঁর সমাপনী বক্তব্যে রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহারের প্রতি বিশেষভাবে আলোকপাত করেন। সেমিনারে তফসিলভুক্ত ও তফসিলবহিভর্ূূত রাসায়নিক দ্রব্য আমদানি, ব্যবহার ও প্রয়োগের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। -আইএসপিআর
×