ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাত্রী সেজে বাসে মন্ত্রী

প্রকাশিত: ০৬:০৬, ৩০ সেপ্টেম্বর ২০১৬

যাত্রী সেজে বাসে মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে মন্ত্রণালয়ে অফিস করতে এলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসাদগেট সড়কের বাসস্ট্যান্ডে টিকিট কেটে লাইনে দাঁড়ান তিনি। এরপর বাসে উঠে যানজট পার হয়ে প্রায় ৫০ মিনিটে মন্ত্রণালয়ের পাশের সড়কে এসে নামেন। পরে আবার বাসে চড়েই উত্তরার আব্দুল্লাহপুর পর্যন্ত যান। বৃহস্পতিবার তার সংসদ ভবনের বাসা থেকে বের হয়ে আসাদগেটে আসেন ওবায়দুল কাদের। সকাল ৯টা ৫০ মিনিটে কোন প্রটোকল ছাড়াই বিআরটিসির (ঢাকা-১১-৬১২১) দোতলা বাসে ওঠেন। সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেমে নিজ কার্যালয়ে যান তিনি। যাত্রাপথে বাসের ওপরের তলা ও নিচে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে একজন নারী যাত্রী বাসে উঠলে নিজের আসন ছেড়ে দিয়ে সেখানে তাকে বসিয়ে দাঁড়িয়ে যান মন্ত্রী। হঠাৎ বাসের যাত্রী আসনে মন্ত্রীকে দেখে অনেকের চোখ যেন ছানাবড়া। নিজেকে বিশ্বাস করাতে পারছিলেন না অনেকেই। বাসে মন্ত্রী। তাও আবার রীতিমতো টিকেটে কেটে। বসে আছেন যাত্রীদের সাধারণ আসনে। যারা বিষয়টি ভালভাবে খেয়াল করেছেন তারা মোবাইল নিয়ে হাজির। সেলফি। বারণ করেননি মন্ত্রী নিজেও। বিভিন্ন স্কুলে শিক্ষার্থী থেকে শুরু করে যারাই বাসে ছিলেন তাদের অনেকেই ছবি তোলার আবদার মিটিয়েছেন তিনি। ছবি আর ছবি। এক পর্যায়ে বাসের যাত্রীরা বিআরটিসি বাসের সেবার মান নিয়ে তার কাছে অভিযোগ করেন। তিনিও দেখতে পান, বাসের ১২ ফ্যানের মধ্যে একটি বাদে সব নষ্ট। এ অভিযোগে সঙ্গে সঙ্গে বিআরটিসির মতিঝিল ডিপো ম্যানেজার ও পরিচালককে (টেকনিক্যাল) শোকজ করেন। খামারবাড়িসহ কয়েকটি মোড়ে যানজটে বেশি অপেক্ষা করতে হয় বলে যাত্রীরা সড়কমন্ত্রীর কাছে অভিযোগ করেন। কয়েক শিক্ষার্থী যাত্রী অভিযোগ করেন, তাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী হাফ ভাড়া না নিয়ে ফুল ভাড়া দাবি করেন কন্ডাক্টররা। নারী যাত্রীদের অভিযোগ, তাদের সিটে পুরুষরা বসে থাকেন। উঠতে চান না। এসব অভিযোগ শুনে করণীয় ঠিক করবেন ও সিদ্ধান্ত নেবেন বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী। ওবায়দুল কাদের জানান, বিআরটিসি বাসের সেবায় যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন। বাসের চালক ও হেল্পার-কন্ডাক্টররা খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেছেন তারা। মন্ত্রী বলেন, নারীরা অনেক সময় বাসে ওঠে জায়গা পান না। কিন্তু তাদের জন্য নির্ধারিত আসন থাকলেও পুরুষ যাত্রীরা বসে থাকেন। এরপর মন্ত্রী সচিবালয় থেকে বের হয়ে আবারও বিআরটিসির বাসে আব্দুল্লাপুর পর্যন্ত যান। যাত্রাপথে যাত্রী, চালক ও নারী যাত্রীদের সঙ্গে কথা বলেন। বিআরটিসি বাস নিয়ে তাদের অভিজ্ঞতা ও অভিযোগ শুনে বাস থেকেই তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেন। হঠাৎ করে যাত্রী সেজে মন্ত্রীর বাস অভিযানকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, এতে যাত্রী সেবার মান বাড়বে। পাশাপাশি রাস্তার অবস্থা দেখে সরকারের করণীয় ঠিক করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
×