ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৬:০২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ঝলক

গাধা-হাতির লড়াই সমুদ্র হক ॥ গাধা সবচেয়ে বোকাসোকা প্রাণী। তবে গাধার মতো পরিশ্রম করতে পারে না অন্য কোন প্রাণী। আর হাতি- দেখতে বিশাল। শরীরের ওজন বেশি। কাজকর্মে লবডঙ্কা। এ গাধা আর হাতির লড়াইয়ে এবার জমবে মজা। এ লড়াই হবে মার্কিন মুল্লুকে ৮ নবেম্বর। বিশ্বের মানুষের দৃষ্টি কেড়েছে এ গাধা আর হাতি। নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের প্রতীক গাধা ও হাতি। ডেমোক্র্যাটের গাধা। রিপাবলিকানের হাতি। কিভাবে মার্কিন দুই দলের প্রতীক গাধা ও হাতি হলো এ নিয়ে সাধারণের রয়েছে কৌতূহল। অন্য দেশে হাতি প্রতীক কোন দল নিতে চাইলেও গাধা প্রতীক যে কেউ নেবে না তা হয়ত নিশ্চিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গাধা প্রতীক বেছে নিয়েছে জনপ্রিয় দল ডেমোক্র্যাট। কিভাবে এ গাধা প্রতীক তারা বেছে নিল তা এবার জানা যাক- এ প্রতীক দুটি প্রায় দুই শ’ বছর আগের। দূর অতীতে যুক্তরাষ্ট্রের পত্রিকায় রাজনৈতিক কার্টুন প্রকাশিত হলে জনগণ তার খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করত। এ কার্টুন রাজনৈতিক দলের ভেতরের খবর, হাঁড়ির খবর তুলে ধরত। কার্টুন কৌতুকের বিষয় ছিল ঠিকই, তবে তার মধ্যে ছিল গভীরতা। কার্টুন পজেটিভ নেগেটিভ দুই অর্থেই ব্যবহার করা যেত। কার্টুনে ছিল বুদ্ধিমত্তার ছাপ। যেমন গাধা দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রমের প্রতীক। আবার হাস্যরসে বোকাসোকারও প্রতীক হিসেবে মনে করা যায়। আবার হাতি হতে পারে বিশাল কিছু, মহান কিছু। পাশাপাশি হাতি বিদ্ঘুটে কালো কুচকুচে এক প্রাণী, যার কোন সৌন্দর্য নেই। আবার হতে পারে স্থির হয়ে থাকা কোন বড় পিলার অথবা সম্রাট ও রাজাদের বাহন। যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন এ্যান্ড্রু জ্যাকসন (১৮২৯-১৮৩৭)। নির্বাচনের সময় প্রতিপক্ষের রাজনীতিকরা তাকে ‘জ্যাকএ্যাস’ অর্থাৎ জ্যাক গাধা বলে ডাকত। জ্যাকসন এ নামটি খুব পছন্দ করলেন। তারপর সিদ্ধান্ত নিলেন নির্বাচনী প্রতীক হিসেবে তিনি গাধাকে বেছে নিবেন। পরে ডেমোক্র্যাট দলের প্রতীক হিসেবে গাধা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। ওই সময় একজন কার্টুনিস্ট গাধার শরীরে গাধার মাথা বাদ দিয়ে জ্যাকসনের মাথাটি এঁটে দিলেন। নাম দেন জ্যাক্যাস। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জ্যাকসন পর পর দু’বার বিজয়ী হয়। ডেমোক্র্যাট বিজয়ী হওয়ার পরবর্র্তী সময়ে এ গাধা প্রতীক রয়ে যায়, যা আজও ডেমোক্র্যাটের জনপ্রিয়তার প্রতীক হয়ে আছে। প্রায় একই সময়ে আরেকজন কার্টুনিস্ট রিপাবলিকান দলের প্রতীক হিসেবে হাতিকে বেছে নিয়ে কার্টুন আঁকেন। কেন ওই কার্টুনিস্ট হাতিকে বেছে নিয়েছিলেন তা খুঁজে দেখেন বিশ্লেষকরা। প্রশাসনের নানা কর্মকা-ে কার্টুনিস্ট এ হাতিকে বেছে নেয়ায় অন্য কার্টুনিস্ট হাতি প্রতীকে রিপাবলিকানের কার্টুন আঁকতে শুরু করেন। সেই থেকে রিপাবলিকানের প্রতীক হয়ে গেল হাতি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতীক গাধা। হিলারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে তিনিই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতীক হাতি। কে জিতবে এবার গাধা না হাতি, বিশ্বের কৌতূহলী মানুষের দৃষ্টি সেদিকে।
×