ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশিত: ০৪:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূূর্ণ বক্তব্য ও কটূক্তি করার অভিযোগ এনে টাঙ্গাইলে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীকে আসামি করা হয়। বৃহস্পতিবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন আওয়ামী লীগের এই নেতা। মামলার বাদি এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক বিএনপি নেতার ছেলে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূূর্ণ বক্তব্য দেয়। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটাক্ষ করেছেন। এ কারণে ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন তিনি। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম থেকে জানান, ফেসবুক স্ট্যাটাসে গাজীপুরের চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং জাতির জনক বঙ্গবন্ধুকে কটূক্তি করাসহ দেশের সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর মন্তব্য করায় কুড়িগ্রামে মামলা দায়ের করেছে আইনজীবী খোরশেদ আলম। বৃহস্পতিবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইন ২০১৩ এর ৫৭ ধারায় মামলাটি রুজু করা হয়। শুনানি শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুমার জিষ্ণু অভিযোগটি আমলে নিয়ে তা এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়ে কুড়িগ্রাম সদর থানায় প্রেরণ করেন। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উস্কানি সৃষ্টি, তাকে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন, অশালীন উক্তি ও অবমাননাকর ছবি প্রকাশ করায় চৌধুরী ইয়াদ আহমেদ সিদ্দিকী নামে এক বিএনপি নেতার পুত্রের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। ইয়াদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র। গাজীপুর স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার ষড়যন্ত্র ও হুমকি দেয়ায় এবং মিথ্যা পরিচয় দিয়ে অপরের রূপ ধারণ করে প্রতারণা করার অভিযোগে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে গাজীপুরে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও গাজীপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান বাদী হয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত-২-এ মামলা দায়ের করেন। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশালে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেছেন। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোঃ আলী হোসেন মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় বিএনপি নেতার ছেলে ইরাদ আহমেদের বিরুদ্ধে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আইনজীবী ইন্দ্রনাথ রায়। দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বালিয়াদী গ্রামের বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহম্মেদের ছেলের বিরুদ্ধে যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলা দায়ের করেন।
×