ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদমজী ইপিজেডে ১২৭ পোশাক শ্রমিককে ছাঁটাই

প্রকাশিত: ০৪:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

আদমজী ইপিজেডে ১২৭ পোশাক শ্রমিককে ছাঁটাই

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সুপ্রীম নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার ১২৭ শ্রমিককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার ছাঁটাইকৃত ১০০ শ্রমিককে তাদের পাওনাদি বুঝিয়ে দেয়া হয়েছে। ২৭ জনের নামে মামলা থাকায় তারা পাওনাদি নিতে আসেনি। জানা গেছে, সুপ্রীম নিটওয়্যার লিমিটেড কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করছেন। এ কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, খাবার ও যাতায়াত ভাতা, টিফিন বিল বৃদ্ধির দাবিতে গত রবিবার ও সোমবার কর্মবিরতি পালন করেন। এছাড়াও শ্রমিকরা কারখানায় ভাংচুর চালান। অপরদিকে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সুপ্রীম নিটওয়্যার লিমিটেড কারখানায় এ্যাডমিন ইনর্চাজ আতাউর রহমান ২৭ শ্রমিকের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ফিরিয়ে আনতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। সর্বশেষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ ১২৭ শ্রমিককে ছাঁটাই করেন। সাভারে পাওনা দাবি নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে একটি পোশাক কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেড’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। ছাত্র হত্যা ॥ তিন জনের ফাঁসি, যাবজ্জীবন ৪ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৯ সেপ্টেম্বর ॥ মঠবাড়িয়া সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র রুবেল হত্যা মামলার রায়ে আদালত ৩ জনকে মৃত্যুদ- ও ৪ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও জজ এসএম জিলুর রহমান এ রায় দেন। ফাঁসির আদেশপ্রাপ্তরা হলো- মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের মিরাজ জমাদ্দার, আবদুল জলিল ও আবুল কালাম এবং যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- জাহিদুল ইসলাম, রিয়াজ, মান্নান ও ফারুক। সাতক্ষীরায় পাঁচজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, শিশু আনারুল ইসলামকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন ও একজনের পাঁচ বছরের কারাদ- প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রাশেদ, জাহাঙ্গীর, নজরুল, নুর ইসলাম ও মোতালেবকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। এছাড়া কামরুল ইসলাম নামে অপর একজনকে পাঁচ বছরের কারাদ- দেয়া হয়েছে। উল্লেখ্য, দেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওঁৎ পেতে থাকা আসামিরা আনারুল ইসলামকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করে।
×