ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোটেল থেকে নারীর লাশ উদ্ধার, গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

হোটেল থেকে নারীর লাশ উদ্ধার, গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর লাশ। এছাড়া কর্ণফুলী থানা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। বুধবার রাতে এ দুটি ঘটনা ঘটে। চকবাজার থানা সূত্রে জানা যায়, শিল্পী আক্তার (২৯) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে চকবাজার এলাকায় অবস্থিত ফোর স্টার হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে। মরদেহটি পাওয়া যায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। এ ঘটনায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শিল্পী আক্তারের বাড়ি দিনাজপুর সদরের নিমনগর এলাকায়। সে এক সময় মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজ করত। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চট্টগ্রামের হাটহাজারীর মধ্যম মাদার্শা এলাকার শফিকুলের সঙ্গে। শফিকুলকে আটক করে এই আত্মহত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, পরিচয়ের সুবাদে তার সঙ্গে দেখা করতে মেয়েটি চট্টগ্রামে আসে। তিনিই মেয়েটিকে হোটেল কক্ষটি ভাড়া করে দিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় দেখা করতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে তিনি হোটেল ম্যানেজারকে অবহিত করেন। এরপর দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে জুলন্ত লাশ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে, নগরীর কর্ণফুলী থানার ইউনূস মার্কেটের পেছনে একটি বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার নাম শামসুন নাহার শম্পা (৩০)। বৃহস্পতিবার ভোরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া জানান, বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শম্পা। তার স্বামী নজরুল ইসলাম স্ত্রীকে ভোরে হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে স্বামী নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×