ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

রেলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রেলের সম্পদ লুটপাট করে বিএনপি সরকারের সময় রেলকে ধ্বংস করা হয়েছিল। এখন রেলকে ধ্বংস প্রান্ত হতে উদ্ধার করেছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে রেলের ব্যাপক উন্নয়ন ও আমূল পরিবর্তন ঘটেছে। এ ছাড়া রেলের আরও ব্যাপক উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস বিফ্রিংকালে কথাগুলো বলেন রেলমন্ত্রী মজিবুল হক এমপি। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আগামী দুই বছরের মধ্যে রেলের বিভিন্ন পথে ডবল লাইন স্থাপন, উত্তরাঞ্চল হতে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু করার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া নীলফামারীর চিলাহাটি হতে খুলনা, রাজশাহী, ঢাকা পথে আরও নতুন ট্রেন সংযুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে সৈয়দপুর রেল কারখানার আধুনিকায়নে আরও নতুন প্রকল্প গ্রহণের কথা জানান। মন্ত্রী বলেন, আগামী কয়েক বছরের মধ্যে জাইকার অর্থায়নে যুমনা নদীতে বঙ্গবন্ধু সেতুর পাশে রেলের সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া চট্টগ্রাম হতে কক্সবাজার ও রামু পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের কাজ আগামী বছর হতে শুরু হবে। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, মোসলেম উদ্দীন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ। যশোরে বন্দুকযুদ্ধে নিহত এক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘কথিত বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর-ঝিনাইদহ মহাসড়কের মথুরাপুর এলাকায় দু’দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধ চলছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×