ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থবছর পরিবর্তন করবে মাইডাস ফাইন্যান্স

প্রকাশিত: ০৪:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৬

অর্থবছর পরিবর্তন করবে মাইডাস ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক বছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে। এরই অংশ হিসেবে হিসাব বছর জানুয়ারি-ডিসেম্বর করবে কোম্পানিটি। এজন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৭ সালে করা হবে। আর ৩১ ডিসেম্বর-২০১৬ হিসাব বছর শেষে কোম্পানির পর্ষদ সভা হবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিকে একই অর্থবছর অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা গত ১ জুলাই-২০১৬ তারিখ থেকে কার্যকর হয়েছে। বেক্সিমকোর চার কোম্পানির সভার তারিখ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো সিনথেটিকস। সূত্র জানায়, কোম্পানিগুলোর পর্ষদসভা যথাক্রমে বিকেল সাড়ে ৩টা, ৪টা, সাড়ে ৪টা ও ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল লাইফ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল লাইফ ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×