ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিবিএর নির্বাচনে মনোনয়ন নিয়েছেন ২১ জন

প্রকাশিত: ০৪:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ডিবিএর নির্বাচনে মনোনয়ন নিয়েছেন ২১ জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারস এ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২১ প্রার্থী। প্রধান বাজার ডিমিউচুয়ালাইজেশনের পর ট্রেকহোল্ডারদের মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ নবেম্বর। বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া হবে। বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আর ১৭ নবেম্বর পর্যন্ত প্রার্র্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই ২১ জনের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ, এআরইএস সিকিউরিটিজের চেয়ারম্যান মাসুদল হক এবং ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসেন। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- ডিবিএল সিকিউরিটিজের মোঃ আলী এফসিএ, বুলবুল সিকিউরিটিজের এএস শহিদুল হক বুলবুল, রাসটি সিকিউরিটিজের সৈয়দ রিদওয়ানুল ইসলাম, এআরইস সিকিউরিটিজের মোঃ মাসেদুল হক, পিপলস ইক্যুইটির কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরিফ আনোয়ার হোসেন, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর ই নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজের ড. জহিরুল ইসলাম, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের মোস্তাক আহমেদ সিদ্দিকী, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের খাজা আসিফ আহমেদ, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের আহমেদ রশিদ, শ্যামল ইক্যুইটি মানেজম্যান্ট লিমিটেডের সাজেদুল ইসলাম, ইউনিয়ন ক্যাপিটাল সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, রয়েল গ্রীন সিকিউরিটিজের আব্দুল হক, থি সিকিউরিটিজের, মাহবুবুর রহমান, ই-সিকিউটিজের এম মোয়াজ্জেম হোসেন, কে সিকিউরিটিজ এ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের দিল আফরোজ কামাল, এম সিকিউরিটিজ লিমিটেডের চৌধুরী মোঃ নূরুল ইসলাম ও শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক। জানা গেছে, নির্বাচনে যোগ্য ভোটাররা তার পরিবর্তে অন্য কাউকে ভোট দেয়ার ক্ষমতা অর্পন করতে পারবেন। তবে এক্ষেত্রে ১৫ নবেম্বর বিকেল ৪টার মধ্যে প্রক্সি ফরম জমা দিতে হবে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার এ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য কমিশন ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম এ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ। আপীল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলীকে। তিন সদস্যবিশিষ্ট আপীল বোর্ডের বাকি দুই সদস্য হলেন- মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের চৌধুরী। উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ) কিছুদিন পর ডিএসই ব্রোকার এ্যাসোসিয়েশন গঠিত হয়। তখন থেকে ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
×