ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৮.৫০ শতাংশ

প্রকাশিত: ০৪:২৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৮.৫০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উর্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় ৩৮ দশমিক ৫০ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। উভয় বাজারেই আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর চাহিদা বেশি ছিল। শুধু তাই নয়, বেশ কয়েকটি কোম্পানি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় চলে এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৯ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৪৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবারের এই লেনদেন গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৪ জানুয়ারি ডিএসইতে ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এদিকে লেনদেন বাড়ার দিনে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। বৃহস্পতিবারে সকালে সূচকের ইতিবাচক শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ইয়াকিন পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল ও স্কয়ার টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, মিরাকল ইন্ড্রাস্টিজ, ইভিন্স টেক্সটাইল, বে-লিজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ফাস ফাইনান্স, সালভো কেমিক্যাল ও রিপাবলিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- মডার্ন ডাইং, দুলা মিয়া কটন, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, মেঘনা পেট, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, গ্রীন ডেল্টা, কেডিএস এক্সেসরিজ ও ন্যাশনাল টিউবস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২, কমেছে ৭৫ এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- হিডেলবার্গ সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, ইয়াকিন পলিমার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ও ডরিন পাওয়ার।‘’’’
×