ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৭তম বিসিএস: শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা

প্রকাশিত: ০৩:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

৩৭তম বিসিএস: শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা

অনলাইন রিপোর্টার ॥ রাত পোহালেই স্বপ্নের চাকরি পেতে বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় বসবে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। আগামীকাল শুক্রবার হতে যাওয়া ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার পরীক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে কেন্দ্রে ঢোকার নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রতিটি কক্ষেই ঘড়ি থাকবে একথা উল্লেখ করে বলা হয়েছে পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাতঘড়ি, পকেটঘড়ি সঙ্গে না আনার কথাও। ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী হাকিম উপস্থিত থাকবেন। পরীক্ষার বিষয়ে পিএসসি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে বলা হয়েছে। সকাল নয়টায় প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। প্রার্থীদের তাতে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বরের বৃত্তগুলো বল পয়েন্ট দিয়ে ভরাট করতে হবে। এরপর প্রবেশপত্র সামনে রেখে হাজিরা তালিকায় সই করতে হবে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এরপর পরিদর্শকেরা সবার উত্তরপত্র সংগ্রহ করবেন। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছেন। ইতিমধ্যেই ৩৭তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
×