ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া নৌযান তুলতে খরচ ৬ লাখ টাকা

প্রকাশিত: ০২:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া নৌযান তুলতে খরচ ৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রী নিয়ে ডুবে যাওয়া মাত্র আড়াই লাখ টাকার ঐশি-২ নামের নৌযানটি উত্তোলন করতে খরচ হয়েছে ৬ লাখ টাকার তেল। এছাড়া উদ্ধার কাজে সরকারি কর্মকর্তা কর্মচারীরাতো রয়েছেই। সূত্রমতে, উদ্ধার কাজে ব্যবহৃত উদ্ধারকারী জাহাজ এমভি নির্ভিকের খরচ হওয়া তেলের টাকা নিয়ম অনুযায়ী ডুবে যাওয়া নৌযানের মালিকের বহন করার কথা রয়েছে। কিন্তু বর্তমানে তিনি পলাতক থাকায় তার কাছে খরচের ভাউচার এখনো পাঠাতে পারেননি বরিশাল নৌ-সংরক্ষন ও পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ ব্যাপারে নৌ বন্দরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা নদীর বানারীপাড়া থেকে যাত্রী বোঝাই করে উজিরপুরের হাবিবপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ঐশি-২ নামের নৌযানটি ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক, নৌবন্দর কর্মকর্তা, নৌসংরক্ষন ও পরিবহন বিভাগের উপ-পরিচালক, কোস্টগার্ডের সদস্যরা, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। পরে যৌথভাবে ডুবুরিরা দিনভর অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দুরত্বে তীব্র স্রোতের সন্ধ্যা নদীর ৬০ ফুট গভীরে ডুবে যাওয়া নৌযানটি শনাক্ত করে। দুইদিনের অভিযানে ডুবুরিরা সর্বমোট ২৭ জন যাত্রীর লাশ উদ্ধার করেছেন। সূত্রে আরও জানা গেছে, ডুবে যাওয়া নৌযান ঐশি-২ উদ্ধারে বরিশাল থেকে এমভি নির্ভিক ঘটনাস্থলে পৌঁছায় পরেরদিন ভোর চারটার দিকে। উদ্ধারকারী জাহাজ এমভি নির্ভিক এর ধারন ক্ষমতা আড়াই’শ টন থাকলেও যে নৌযানটি উদ্ধার করা হয়েছে সেটি মাত্র ৫ টন। আর সেই ৫ টনের নৌযানটি উঠাতে আড়াই’শ টনের ধারন ক্ষমতার এমভি নির্ভিকের ৬ লাখ টাকার জ্বালানি খরচ করে ডুবে যাওয়া নৌযানটি উদ্ধার করা হয়েছে। যদিও এখন নৌ-বিভাগ বলছে ডুবে যাওয়া নৌযানটির রুট পারমিট ও সার্ভে সনদ নেই। ফলে নদীতে অবৈধভাবে যাত্রী পরিবহন করে বিপুল সংখ্যক প্রাণহানীর ঘটনায় মেরিন আইনের সবকটি ধারা দিয়েই বন্দর কর্মকর্তা নৌযানটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বরিশাল নৌ-সংরক্ষন ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারের জন্য প্রায় ৬ লাখ টাকার তেল খরচ হয়েছে। যা ঐশি-২ নামের নৌযানটির দামের চেয়ে প্রায় আড়াই গুন বেশি।
×