ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলার দিবে এডিবি

প্রকাশিত: ০২:০৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলার দিবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতের উন্নয়নের লক্ষ্যে ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী পাঁচ বছরের (২০১৬-২০২০) মধ্যে এই ঋণ দেবে সংস্থাটি। বৃহস্পতিবার এডিবি পরিচালনা বোর্ডে এ ঋণ অনুমোদন দেয়া হয়। গত ৫ বছরে অর্থাৎ ২০১১-১৫ সাল পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে দিয়েছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর অধীনে বাংলাদেশের লক্ষ্য পৌঁছাতে এই ঋণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দারিদ্র্য বিমোচন, মধ্য আয়ের দেশ হিসেবে মর্যাদা এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনেও এই ঋণ সহায়ক হবে। সংস্থাটি বলছে, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক সুষম প্রবৃদ্ধির জন্য পল্লী উন্নয়ন করতে হবে। এদিকে বাংলাদেশের রেলের উন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬০০ কোটি টাকা। গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ এবং এডিবির পক্ষে বাংলাদেশের আবাসিক মিশনের চীফ ইনচার্জ ইয়োসিনোবি টাটেওয়াকি।
×