ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ই-জিপিতে ব্যাংকের সার্ভিস চার্জ সুষম করার তাগিদ

প্রকাশিত: ০১:০৪, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ই-জিপিতে ব্যাংকের সার্ভিস চার্জ সুষম করার তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ই-জিপি সিস্টেমে দরদাতাদের পেমেন্ট সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের সার্ভিস চার্জ সুষমকরণ ও সেবা সম্প্রসারণের তাগিদ দেওয়া হয়েছে। বৃস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘ই-জিপি সিস্টেমে ব্যাংকের ভূমিকা ও ভবিষ্যৎ পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ তাগিদ দেন। সেমিনারের শুরুতে ই-জিপি নিয়ে একটি মোবাইল এ্যাপস’র উদ্বোধন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। বক্তব্য রাখেন ই-জিপিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে সর্বোচ্চ পেমেন্ট গ্রহণকারী অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম এবং বেসরকারী ব্যাংকের মধ্যে সর্বোচ্চ পেমেন্ট গ্রহণকারী ইউনাইডেট কর্মশিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। ক্রয়কারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার, সিপিটিইউ এরসঙ্গে চুক্তিবদ্ধ ৪২টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সেমিনারে অংশগ্রহণ করেন।
×