ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিকিট কেটে পাবলিক বাসের যাত্রী হলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ২৩:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

টিকিট কেটে পাবলিক বাসের যাত্রী হলেন ওবায়দুল কাদের

অনলাইন রিপোর্টার ॥ সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে মন্ত্রণালয়ে অফিস করতে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেটের বাসস্ট্যান্ডে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর বিআরটিসির একটি দোতলা বাসে ওঠেন মন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে বাসেই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেমে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যান তিনি। যাত্রাপথে বাসের উপরের তলা ও নিচে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ শোনেন তিনি। এসব অভিযোগ শুনে করণীয় ঠিক করবেন ও সিদ্ধান্ত নেবেন বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী। যাত্রীদের এক অভিযোগের ভিত্তিতে তিনি দেখতে পান, বাসের ফ্যানেগুলোর মধ্যে একটি বাদে সবগুলো নষ্ট। এ অভিযোগের সঙ্গে সঙ্গে বিআরটিসির মতিঝিল ডিপো ম্যানেজার ও পরিচালককে (টেকনিক্যাল) শোকজ করেন তিনি। জানা গেছে, কাউকে কিছু না জানিয়েই মন্ত্রী বিআরটিসির বাসে করে অফিসে যান। কোনো গণমাধ্যমের প্রতিনিধি সেখানে ছিলেন না। মন্ত্রীর বাসে চড়ার ছবি অবশ্য ওবায়দুল কাদেরের ফেইসবুক পেইজেও প্রকাশ করা হয়েছে।
×