ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবনে একবার চুল কাটেন চীনের যে নারীরা

প্রকাশিত: ২০:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৬

জীবনে একবার চুল কাটেন চীনের যে নারীরা

অনলাইন ডেস্ক॥ জীবনে শুধু একবারই চুল কেটে থাকেন, এমন জনগোষ্ঠীও পৃথিবীতে আছে। জানা যায়, প্রায় দু'হাজার বছরের এমন নিয়ম আজও মেনে আসছে চিনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে। এ গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সকল নারীরা জীবনে চুল কাটেন একবারই। তাদের গোষ্ঠীয় নিয়মে বলা আছে, ১৮ বছর বয়সে এক জীবনে একবারই চুল কাটা যাবে। এতে দেখা গেছে, তাদের চুলও বেড়ে চলে যথারীতি। এমনকি তাদের এই দীর্ঘ চুলের যত্ন করতে শ্যাম্পু, তেল, কন্ডিশনার কোন কিছুই প্রয়োজন হয় না। ভাবছেন তাহলে কী করে তারা চুলের য্ত্ন নেন? জানা যায়, প্রয়োজনে নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন তারা। আর এ পানি দিয়েই নিয়মিত চলে তাদের চুলের পরিচর্যা। ইতিমধ্যে সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন ওই জনগোষ্ঠীর এক নারী। তাছাড়া আরো ৬০ জনের চুল প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। এমন লম্বা চুল নিয়েও দৈনন্দিন কাজকর্মগুলি ঠিক ঠিক করে থাকেন তারা।
×