ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার

প্রকাশিত: ১৮:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার

অনলাইন রিপোর্টার॥ কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উর-রহমানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান। রাত ১টার দিকে গ্রেপ্তারের পর নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তাকে নেওয়া হয় রমনা থানায়। রাতে তাকে সেখানেই রাখা হয় বলে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী হোসেন জানান। প্রণব কুমার ভট্টাচার্য বলেন, "গত রাতে শফিক-উর-রহমানকে তার মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা প্রকাশ করব।" বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস‌্য শফিক-উর-রহমান কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন ১৯৯৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৮ সালের আগস্ট পর্যন্ত। কোস্ট গার্ডের ১১ হাজার ১০০ মেট্রিকটন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই বছরই শফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো।
×