ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের ভিসা পেতে ই-টোকেন লাগবে না নারীদের

প্রকাশিত: ০৮:২৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ভারতের ভিসা পেতে ই-টোকেন লাগবে না নারীদের

কূটনৈতিক রিপোর্টার ॥ ই-টোকেন বা পূর্ব-সাক্ষাতকারের তারিখ ছাড়া ভারত ভ্রমণে সক্ষম নারীদের জন্য পরীক্ষামূলকভাবে ভারতীয় ভিসা প্রদানের স্কিম প্রবর্তন করেছে ভারতীয় হাই কমিশন। এই লক্ষ্যে একটি পাইলট স্কিম গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩-১৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর গুলশানের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নারীরা ই-টোকেন ছাড়াই ভিসা আবেদন জমা দিতে পারবেন। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারবর্গের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে। তবে এই টিকেট হতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা আবেদন জমাদানের ৭ দিন পর। উল্লেখিত সময়ে নারীরা ভারতে গমনেচ্ছু সঙ্গী পারিবারিক সদস্যদের পক্ষেও ভ্রমণ ভিসা আবেদন জমা দিতে পারবেন। এটি ছুটির মৌসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন।
×