ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেয়ে শিশুর জন্য বিনিয়োগ বৃদ্ধির সুপারিশ

প্রকাশিত: ০৮:২৮, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মেয়ে শিশুর জন্য বিনিয়োগ বৃদ্ধির সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ মেয়ে শিশুর জন্য বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ সংক্রান্ত সংসদীয় সাবকমিটি। কমিটির বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির জন্য বলা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সাবকমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন। বৈঠকে জাতীয় সংসদের হুইপ মোছাঃ মাহাবুব আরা গিনি ও সেলিনা বেগম এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×