ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রিয়াংকা থেকে প্রি

প্রকাশিত: ০৬:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

প্রিয়াংকা  থেকে  প্রি

ভারতীয় চলচ্চিত্র, মার্কিন চলচ্চিত্র, ব্রিটিশ কিংবা ফরাসী চলচ্চিত্র। প্রায় সব চলচ্চিত্রই এখন বিশ্বায়নের প্রভাবে খুব কাছাকাছি প্লাটফর্মে কাজ করছে। যে কারণে অভিনেতা, অভিনেত্রী কিংবা কলাকুশলী, কেউ চাইলেও নিজের দেশ বা চলচ্চিত্রের মধ্যে গ-িবদ্ধ থাকতে পারেন না। কারণ পৃথিবীটা দিন দিন ছোট হয়ে আসছে! যে কারণে, নিজ দেশ কিংবা ইন্ডাস্ট্রিতে ভাল কাজ করলে, সুযোগ অপেক্ষা করে, বড় জায়গার। আসলে বড় জায়গায় সুযোগ পাওয়া বড় কথা নয়। আসল কথাÑ ভিন্ন ভাষা, পরিবেশ ও চলচ্চিত্রে নিজের যোগ্যতা, দক্ষতা ও নিজস্ব স্বাতন্ত্র্য আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করাই হলো মূল বিষয়। নচেৎ শুরু করা পর্যন্তই খবর। বিশ্বব্যাপী এমন উজ্জ্বল তারকার সংখ্যা খুব বেশি নয়। এশিয়াসহ সাড়া পৃথিবীতেই ভারতীয় চলচ্চিত্রের বেশ প্রভাব রয়েছে। বিশ্বব্যাপী পরিচিত অনেক তারকাও আছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এখান থেকে অনেকেই কাজের সুযোগ পেয়েছেন বিশ্বের সব থেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডে। কাউকেই উল্লেখযোগ্যভাবে সফল হতে দেখা যায়নি। তবে একজন ব্যতিক্রম। যিনি নিজের যোগ্যতা, দক্ষতা ও নিজস্ব স্টাইলের সঙ্গে স্মার্টনেস দৃঢ় আত্মবিশ্বাসের সমন্বয় ঘটিয়েছেন। যা তাঁর আগে অন্য কারও মধ্যে দেখা যায়নি। তিনি মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড এবং বর্তমানে আন্তর্জাতিক তারকা প্রিয়াংকা চোপরা। তিনি এখন সাফল্যের স্বর্ণশিখরে, তাঁর বৃহস্পতি তুঙ্গে। এক কথায় বিচরণ তাঁর সাফল্যের স্বর্গরাজ্যে। মার্কিন মুল্লুকে তিনি জনপ্রিয় সেলিব্রেটি। ২০০০ সালে মিস ওয়র্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে পা রাখেন। কখনও সিনেমার সংখ্যা নিয়ে তাঁকে দুশ্চিন্তায় পড়তে হয়নি। দুশ্চিন্তা ছিল অন্য ক্ষেত্রে। প্রিয়াংকা বিশ্বসুন্দরী, যৌন আবেদনময়ী। তাঁর স্বাভাবিক আচরণেও উত্তেজিত হয়ে দগ্ধ হয়েছেন একাধিক সুপারস্টার থেকে অগণিত পুরুষ। অক্ষয় কুমার, সাহিদ কাপুর, বলিউড বাদশা শাহরুখ খানÑ কে ডোবেনি তাঁর আকর্ষণে। এ ক্ষেত্রে বলিউড সবসময় একচোখা আচরণ করেছে। বেশিরভাগ অভিযোগের আঙ্গুল ছিল তাঁর দিকে। এসব প্রিয়াংকা তোয়াক্কা করেনি। কারণ তাঁর রক্তে রয়েছে আত্মবিশ্বাসের উচ্চপ্রবাহ। নিজেকে তিনি খুব চেনেন। সেই বিশ্বাস নিয়ে পা রেখেছেন হলিউডে এবং নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখন আলোচিত আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র লিড চরিত্র এ্যালেক্স প্যারিস। তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা, নিজস্ব স্টাইল আন্তর্জাতিক মানের। ২০১৩ সালে সিঙ্গেল ’ইন মাই সিটি’ মিউজিক এ্যালবামের মধ্য দিয়ে মিউজিক ওয়ার্ল্ডের আইকন হন। তাঁর ‘ইন মাই সিটি’ গানটি আমেরিকান স্যাটারডে নাইড ফুটবল লীগের থিম সং নির্বাচিত হয়। সেই থেকেই প্রিয়াংকাকে চিনতে, জানতে শুরু করে মার্কিনীরা। এরপর জনপ্রিয় গায়ক পিট বুলের সঙ্গে এগজটিক, আই কান্ট মেক ইউ লাভ মি ছিল দর্শক নন্দিত। সম্প্রতি পিপলস চয়েজ এ্যাওয়ার্ড অস্কার অনুষ্ঠানের প্রেজেন্টোর, ইনস্টাইল এ্যাওয়ার্ড সব মিলে খোদ আমেরিকান সেলিব্রেটিদের সামনে এসে দাঁড়িয়েছেন। হলিউডে তাঁর পরিচিতি প্রি নামে। নিজের পছন্দের বাইরে স্ক্রিপ্টে রাজি হন না। বিশ্বখ্যাত সুপারস্টার ডোয়েন জনসনের সঙ্গে বেওয়াচ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে অভিষেক হতে চলেছে প্রি’র। তিনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসের সম্মানিত অতিথি। ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রিয় মুখ। তিনি ভারতকে বহির্বিশ্বে সম্মানিত করেছেন। পেয়েছেন ভারতীয় চতুর্থ বেসামরিক খেতাব পদ্মশ্রী। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সত্যি বলতে কি, এই সময়ে তার সমকক্ষ ভারতীয় সেলিব্রেটি নেই বললেই চলে। মাত্র ৩৪ বছন বয়সে অর্জন তাঁর এভারেস্টতুল্য।
×