ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেরা হিসেবেই সর্বোচ্চ পারিশ্রমিক সাকিবের

প্রকাশিত: ০৬:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সেরা হিসেবেই সর্বোচ্চ পারিশ্রমিক সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের একজন সেরা ক্রিকেটার হিসেবেই সাকিব-আল হাসান আসন্ন বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। ‘ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে মেরিট অনুযায়ী। সাকিব আমাদের দেশের একমাত্র ক্রিকেটার যে বিশ্বজুড়ে বিভিন্ন টি২০ লীগে খেলে। ওর মূল্য অন্যদের থেকে বেশি হওয়া স্বাভাবিক। নির্বাচকদের সঙ্গে কথা বলেই আমরা এটা ঠিক করেছি। সেরাকে তো সেরার মূল্য দিতেই হবে।’ বলেন তিনি। মাল্লিক আরও যোগ করেন, ‘সাকিবের পরে সিনিয়র যারা আছে, ওদের রাখা হয়েছে একটু কম। যদিও পার্থক্য খুব বেশি নয়, ৫ লাখ। সৌম্য ও সাব্বিরের ক্ষেত্রে জাতীয় দলে খেলার সময় এবং গত ক’বছরে ঢাকা প্রিমিয়ার লীগ ও বিপিএলের মূল্য বিবেচনায় নিয়ে এটি নির্ধারিত হয়েছে।’ এ নিয়ে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালের মতো সিনিয়রদের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত বিপিএলে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল সমান ৩৫ লাখ টাকা করে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে এবার আর আইকন নেই, পরিবর্তে সমমর্যাদার ‘এ’ প্লাস গ্রেড করা হয়েছে। এই গ্রেডে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। সেখানে সবার পারিশ্রমিক আবার সমান নয়। সাকিবের জন্য নির্ধারিত হয়েছে ৫৫ লাখ টাকা। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর পারিশ্রমিক ৫০ লাখ টাকা করে। সাব্বির রহমান ও সৌম্য সরকারের জন্য নির্ধারিত ৪০ লাখ টাকা। মল্লিক ব্যাখ্যা দিয়ে বলেন, ‘মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ওরা আমাদের কাছে এসেছিল। ওরা বলেছে যে বিশ্বের সব লীগেই শীর্ষ বিদেশী ক্রিকেটাররা যা পায়, শীর্ষ দেশী ক্রিকেটাররা একইরকম পায়। সেটা বিবেচনায় নিয়েই আমরা ওদের পারিশ্রমিক বাড়িয়েছি।’
×