ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছর পর গৌতম গাম্ভীর

প্রকাশিত: ০৬:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

দুই বছর পর গৌতম গাম্ভীর

স্পোর্টস রিপোর্টার ॥ ‘হাল ছেড়ে দেয়ার আগ পর্যন্ত কোন কিছুই শেষ হয়ে যায় না; বিশ্বাস করি, আমি শেষ হয়ে যাইনি’Ñ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা গৌতম গাম্ভীর সম্প্রতি নিজের টুইটার এ্যাকাউন্টে এমনটাই লিখেছিলেন। এক সপ্তাহের মধ্যে সেটি সত্যি হলো। দীর্ঘ দুই বছর পর ভারতীয় শিবিরে ফিরলেন ক্ল্যাসিক্যাল এই ওপেনার। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটি। কলকাতায় শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট, প্রিয় ইডেনেই হয়তো আবার গর্বের টেস্ট জার্সি গায়ে চড়াবেন আইপিএলে কলকাতা নাইটরাইডার্স অধিনায়ক। আরেকটা সুযোগ দেয়ায় কর্তাদের, মনে সাহস যোগানোর জন্য কাছের মানুষদের ধন্যবাদ দিয়েছেন ৩৪ বছর বয়সী দিল্লী-তারকা, জানিয়েছেন প্রত্যাবর্তনে কিছুটা নার্ভাস তিনি! কানপুরে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে বিরাট কোহলির ভারত। মাঠে ব্যাট হাতে গাম্ভীর থাকছেন কি নাÑ সময়েই সেটি জানা যাবে, তবে কোহলিদের সঙ্গে ইডেনের ড্রেসিং রুমে যে থাকছেন বিসিসিআই তা জানিয়ে দিয়েছে। ‘সকল সিনিয়র নির্বাচকদের পছন্দে পরের দুই টেস্টের জন্য লোকেশ রাহুলের জায়গায় গৌতম গাম্ভীরকে অন্তর্ভুক্ত করা হয়েছে’Ñ মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিসিসিআই। প্রথম টেস্টে রাহুল হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় গাম্ভীরকে ১৫ জনের দলে ফেরানো হয়েছে। তবে স্থানীয় মিডিয়ার খবর, ক্যাপ্টেন কোহলি ও প্রধান কোচ অনিল কুম্বলে নাকি তাকে সেরা একাদশে চান না! শিখর ধাওয়ানের ফর্মহীনতায় মুরলী বিজয়ের সঙ্গে চেতেশ্বর পূজারাকে ওপেনিংয়ে পাঠাতে আগ্রহী তারা। ২০১৪’র আগস্টে কেনিংটন ওভালে প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করার পর গাম্ভীরকে বনবাসে পাঠিয়ে দেয়া হয়। তুখোড় সব ব্যাটসম্যানে ঠাসা দলে ফেরাটা সহজ নয়, তবে হাল ছাড়েননি। গাম্ভীর বারবারই বলে এসেছেন, পরিশ্রমের মূল্য তিনি একদিন না একদিন পাবেনই। সম্প্রতি গোলাপি বলে, ঘরোয়া দিবারাত্রির দুলিপ ট্রফিতে টানা চার ইনিংসে ৭৭, ৯০, ৫৯ ও ৯৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে দাবি জোরালো করে তোলেন। দুই বছর দম বন্ধ করা লড়াইয়ের পর আলোর রেখা দেখলেন গাম্ভীর। তাই উচ্ছ্বাসটা গোপন করতে পারেননি, ‘ঠিক অভিষেকের মতো অনভূতি হচ্ছে। একটু ভয় ভয়ও করছে। ইডেনে আমি আসছি একগুচ্ছ প্রত্যাশা নিয়ে’ বলেন তিনি। আইপিএলে নাইট ক্যাপ্টেন হিসেবে কলকাতা তার ঘরের মাঠ, ইডেনে ভক্তরা তার জন্য কত গলা ফাঁটিয়ে এসেছেন।
×