ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্যের ড্র

প্রকাশিত: ০৬:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্যের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে শেষ তিন সফরের সবকটিতেই হার মানে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার তাই জয়ের লক্ষ্য নিয়েই জার্মানি গিয়েছিল জিনেদিন জিদানের দল। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক পর্যায়ে জয়ের স্বপ্নও বুনতে শুরু করেছিল স্পেনের ক্লাবটি। কিন্তু আন্দ্রে শুরলের শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল ড্র করলেও বড় জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এদিন তারা ৪-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে ডায়নামো জাগরেবকে। এছাড়া সেভিয়া লিওকে, টটেনহ্যাম হটস্পার সিএসকেএ মস্কোকে এবং প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে এফসি পোর্তোকে। দিনের অন্য ম্যাচে মোনাকো ১-১ গোলে ড্র করে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। গত সপ্তাহে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে এসে ভিয়ারিয়াল যেন ‘কুফা’ লাগিয়ে দিয়ে গেছে রিয়াল মাদ্রিদকে। সেই ম্যাচে রিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। এরপর লীগে লাস পালমাসের বিপক্ষে ম্যাচেও ড্র। সর্বশেষ মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও ড্রয়ের গেরো খুলতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে সিগনাল ইদুনা পার্কে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় রিয়াল। অথচ ম্যাচে দুইবার প্রথম গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি। এর ফলে রিয়ালের বিপক্ষে শেষ ৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ডর্টমুন্ড। ম্যাচের ১৭ মিনিটে রিয়াল মাদ্রিদকে গোল করে এগিয়ে দেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লীগে সিআর সেভেনের এটি ৯৫তম গোল। তবে রোনাল্ডোর গোলে এগিয়ে গেলেও ঘরের মাঠের দর্শকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ডর্টমুন্ড। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগেই দলকে সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা পিয়েরে এমেরিক অবামেয়াং। এর ফলে ১-১ গোলের ড্র নিয়েই বিরতিতে যায় দল দুটি। বিরতির পর ম্যাচের বয়স যখন ৬৮ মিনিট তখন দুর্দান্ত এক গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন রাফায়েল ভারানে। এর ফলে জার্মান ক্লাবটির বিপক্ষে জয়-খরা কাটিয়ে উঠছে বলেই ধরে নিয়েছিল অনেক রিয়াল সমর্থক। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে আন্দ্রে শুরলে গোল করে বর্তমান উয়েফা চ্যাম্পিয়নদের হতাশা উপহার দেয় বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-২ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। জয়ের খুব কাছাকাছি গিয়েও জয় বঞ্চিত হওয়ায় হতাশ রিয়াল মাদ্রিদের কোচ জিদান। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ফরাসী কিংবদন্তি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার মাত্র ৩ মিনিট আগে যদি আপনি গোল খান তাহলে তা খুবই দুঃখজনক।’ তবে দুইবার পিছিয়ে পড়েও গোল করে ম্যাচে ফেরাটাকে দলীয় সাফল্য হিসেবেই দেখছেন ডর্টমুন্ডকে সমতায় ফেরানোর নায়ক আন্দ্রে শুরলে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে দুইবার ফিরে আসার অনুভূতিটা সত্যিই অসাধারণ। এটা দলকে সামনের দিকে এগিয়ে যেতে দারুণভাবে সহায়তা করবে।’ এদিকে চ্যাম্পিয়ন্স লীগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিচেস্টার সিটি। গত মৌসুমে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে ক্লদিও রানিয়েরির দল। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ইউরোপ সেরার লড়াইয়েও। এদিন তারা ১-০ গোলে হারায় এফসি পোর্তোকে। ম্যাচের ২৫ মিনিটে লিচেস্টার সিটিকে জয়সূচক একমাত্র গোলটি করেন ইসলাম সিøমানি। সেইসঙ্গে নতুন একটা মাইলফলকও স্পর্শ করেন সাবেক স্পোর্টিং সিপির এই তারকা ফুটবলার। আলজিরিয়ার প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে ভিন্ন দুটি ক্লাবের হয়ে গোল করার কীর্তি গড়েন তিনি। এর আগে স্পোর্টিংয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে গোল করেছিলেন ইসলাম সিøমানি।
×