ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বচালিত চেয়ার...

প্রকাশিত: ০৬:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

স্বচালিত চেয়ার...

টিকেট কাটতে বা রেস্তরাঁয় ঢুকতে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হবে। কিন্তু পায়ে ব্যথার কথা চিন্তা করে লাইনে দাঁড়াতে মন চায় না। এমন অবস্থা থেকে মুক্তি দিতে জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিশান এনেছে সেলফ ড্রাইভিং চেয়ার। চেয়ারগুলোতে স্বয়ংক্রিয় প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এর ফলে এগুলো একটার পর একটা গন্তব্যে পেঁঁৗঁছবে। নিশান এক বিবৃতিতে বলেছে, নিশানের স্বচালিত গাড়ি তৈরির প্রযুক্তির আওতায় এই চেয়ার আবিষ্কার করা হয়েছে। চলতি বছরেই জাপানের কয়েকটি হোটেলে এই চেয়ারের প্রাথমিক কার্যকারিতা পরীক্ষা করা হবে। চলতি বছরের শুরুরদিকে নিশান কোম্পানি অফিসে ব্যবহারের জন্য একই ধরনের চেয়ারের ধারণা প্রকাশ করে। এখন প্রশ্ন, ঠিক কিভাবে কাজ করবে এই চেয়ার। বিবৃতিতে বলা হয়েছে, কেউ হাতে তালি দিলে এই তালির শব্দ শোনামাত্র চেয়ারটি আপনার কাছে আসবে। এক্ষেত্রে এই চেয়ার কোন মানুষের সহায়তা নেবে না। তারপর চেয়ারটি আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। তবে এই চেয়ারের দাম বিষয়ে আপাতত কিছু প্রকাশ করা হয়নি। -জাপান টাইমস ও দ্য ভার্জ অবলম্বনে।
×