ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলীবাবা ডটকম দেশে চালু

প্রকাশিত: ০৬:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আলীবাবা ডটকম দেশে  চালু

স্টাফ রিপোর্টার ॥ দেশেও চালু হলো আলীবাবা ডটকম। বুধবার বাংলাদেশস্থ ‘গ্লোবাল সার্ভিস পার্টনার’ ট্রেডেশি লিমিটেড পরিচালনায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সের মাধ্যমে ‘বাংলাদেশী রফতানিমুখী প্রতিষ্ঠানসমূহের বিশ^বাজারে সংযুক্তকরণ’ সম্পর্কিত যৌথ উদ্যোগমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানটি ট্রেডেশির প্রতিষ্ঠাতাদ্বয় রাজিব হোসেন (চেয়ারম্যান) ও শাদাব পারভেজ (ব্যবস্থাপনা পরিচালক) পরিচালনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশে আলীবাবার অন-লাইন চ্যানেল প্রস্তুত ও পরিচালনা করার পাশাপাশি, ট্রেডেশি লিমিটেড এদেশের প্রতিষ্ঠানসমূহের ডিজিটাল বিপণন সংক্রান্ত কর্মকা-ে সক্ষমতা ও উন্নয়ন সেবা দেবে। ট্রেডেশির মূল কার্যক্রম হচ্ছে স্থানীয় বিশ^বিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর যৌথ সহযোগিতায় এসএমই প্রস্তুকারকদের নিয়ে ‘ই-২-ই ডিজিটাল মার্কেটিং’, ব্যবসায়িক প্রসার ও উন্নয়ন এবং ই-কমার্সের ওপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা। বিপণন ও যোগাযোগ, গ্লোবাল অন-লাইন প্লাটফর্মগুলোর সুবিধাগুলো ব্যবহারের মাধ্যমে প্রস্তুতকারীদের পণ্য ও সেবার বৈশিষ্ট্য ও গুণাগুণসমূহ বিভিন্ন দেশ, সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্য ও বাস্তবতা বিবেচনায় এনে প্রচার করা। জাতীয় ব্র্যান্ডিং ॥ ইন্টারনেটে বাংলাদেশকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার জন্য আকর্ষণীয় ও দৃষ্টিগ্রাহী বিষয়বস্তু সাজানো ও প্রস্তুত করা। বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে ব্যবসা উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। আয় বৃদ্ধি ॥ আন্তর্জাতিক ই২ই পোর্টালে দ্রুত সংযোগ প্রদান ও সঙ্গে সঙ্গে নির্দিষ্ট বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ঈজগ এবং ডাটাবেজ সিস্টেম সম্পর্কিত বিজনেস ডেভেলপমেন্ট সলিশনস দেয়া। প্রযুক্তি অবকাঠামোগত সংযোগ ॥ শীর্ষ অন-লাইন প্লাটফর্মগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ভিত্তিতে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা যা রফতানিকারকদের জন্য সাশ্রয়ে বিদেশী ক্রেতাদের মাঝে শক্তিশালী ব্র্যান্ড উপস্থিতি তৈরি করবে। নেটওয়ার্কিং ॥ অ-প্রথাগত বাজারগুলোর (আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব ইউরোপ এবং রাশিয়া, কেন্দ্রীয়/পূর্ব এশিয়া ও এশিয়া-প্যাসিফিক) জন্য ঝগঊ-এর উপর আলোকপাত করে ট্রেড- শো বা নেটওয়াকিং ইভেন্ট আয়োজন করা। আলিবাবা ও ট্রেডেশির ভবিষ্যত পরিকল্পনা ॥ ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য রফতানি উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কর্মশালা ও প্রশিক্ষণ। প্রাথমকিভাবে ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানগুলোর ওপর আলোকপাত করে রফতানি প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল মাধ্যম ও প্রযুক্তির ওপর সম্মেলন। আলিবাবা ড্রিম ট্রিপ: কীভাবে ই-কমার্স চীন ও চীনের রফতানিকারকদের বদলে দিয়েছে এবং কীভাবে আলীবাবা ব্যবহার করতে হয় তা প্রদর্শন করানো। আলিবাবা গ্লোবাল লিডারশিপ একাডেমি। ই-ডব্লিউটিপি এবং গ্লোবাল সার্ভিস পার্টনারশিপ প্রোগ্রাম। আলীবাবার কর্ণধার জ্যাক মার একটি যুগান্তকারী উদ্যোগ যার উদ্দেশ্য হচ্ছে সারাবিশে^র ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে বিশ^ায়নের সুবিধা ও উপকারগুলো ভাগ করে দেয়া। এটা মার্চ’ ২০১৬-এ প্রস্তাব করা হয়েছে। এই আন্তর্জাতিক প্লাটফর্মের লক্ষ্য হচ্ছে স্বাধীন, মুক্ত ও ন্যায্য বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জ্যাক মা আগস্ট’ ২০১৬-এর শেষ দিকে চীনে অনুষ্ঠিত এ-২০ শীর্ষ সম্মেলনে এই উদ্যোগটি প্রস্তাবাকারে আনুষ্ঠানিকভাবে পেশ করেন। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ই-কমার্স-এ প্রবেশাধিকারের সমস্ত প্রতিবন্ধকতা দূরীকরণার্থে আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন করা এবং সর্বত্র ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তাদের আন্ত-সীমান্ত বাণিজ্যে অংশগ্রহণের লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরি করা। অনলাইন প্লাটফর্মটি বৃহৎ পরিসরে সকল ধরনের সুবিধাভোগীদের জন্য উন্মুক্ত ও প্রবেশযোগ্য রাখা হয়েছে যেখানে সরকারী বা বৃহৎ বহুজাতিক সংস্থাগুলোর নিয়ন্ত্রণ থাকবে না। জ্যাক মা’র ই-ডাব্লিউটিপি সম্পর্কিত কিছু উদ্যোগগুলোর মধ্যে রয়েছে শুল্ক থেকে মাল খালাস, কর অগ্রাধিকার ও উদ্যোক্তাদের জন্য ভিসা নিয়ে ৩০টি দেশের সঙ্গে আপোস-আলোচনা করা। আলীবাবা সারাবিশে^র অসংখ্য পার্টনারের মতো, বাংলাদেশে প্রেডশিও উদ্যোগটির নেতৃত্ব দেবে। আলীবাবার ইতিহাস ও বাংলাদেশের ব্যবসায়িক চিত্র ॥ বিগত এক দশকেরও বেশি সময় ধরে এই ই২ই প্লাটফর্মটি সাফল্যের সঙ্গে কিছু এসএমই, বৃহৎ প্রস্তুতকারী সংস্থা ও বণিকেরা তাদের রফতানি উন্নয়ন এবং প্রসারের জন্য ব্যবহার করে আসছেন। বাংলাদেশের কিছু শিল্প খাতের প্রবল রফতানি সম্ভাবনা পরিলক্ষণ ও শনাক্ত করে আলিবাবা একটি কার্যকর কৌশল নির্ধারণের মাধ্যমে এদেশে কর্মপরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। আলিবাবা গ্লোবাল সার্ভিস পার্টনারশিপটি হচ্ছে রফতানি বাণিজ্যে প্রবেশের জন্য উৎসাহী ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠান, প্রস্তুতকারী সংস্থা ও ট্রেডারদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি ভিত্তিস্তম্ভ। ট্রেডেশি একটি সফ্টওয়্যার ও ডিজিটাল মিডিয়া সংস্থা যা আন্তর্জাতিক পর্যায়ে ই২ই পণ্য ও সেবাসমূহকে প্রচার করছে।
×