ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৮, ২৯ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

টেন্ডারবাজদের হাতে আওয়ামী লীগ সভাপতি লাঞ্ছিত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে টেন্ডারবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি লাঞ্ছনার শিকার হন। দুর্বৃত্তরা তার গায়ের পাঞ্জাবিটি ছিঁড়ে ফেলে। শহিদুল ইসলাম মিলন অভিযোগ করেন, দুটি সরকারী প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের প্রায় ৪৬ কোটি টাকা দরপত্র জমা দেয়ার শেষ ছিল বুধবার। তিনি চারটি যৌথ প্রতিষ্ঠানের হয়ে দরপত্র জমা দিতে এসপি অফিসে যান। কিন্তু সেখানে গিয়ে টেন্ডারবাক্স না পাওয়ায় দরপত্র জমা দিতে ব্যর্থ হন। দুপুর ১টার পর সেখান থেকে বের হওয়ার সময় হঠাৎ এক যুবক এসে তার কাছে থাকা একটি দরপত্র ছিনিয়ে নেয় এবং তার গায়ের পাঞ্জাবিটি ছিঁড়ে ফেলে। মিলন জানান, তার সঙ্গে থাকা লোকজন ছেলেটাকে পাকড়াও করে। কিন্তু ওই সঙ্গীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িতদের তিনি চেনেন না বলে জানান। পুলিশ সুপারের কার্যালয়ের মতো একটি জায়গায় কীভাবে সন্ত্রাসীরা এমন কাজ করতে পারে- তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি এ ঘটনার জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করেন। ৩৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ সেপ্টেম্বর ॥ হরিণাকুন্ডু থানার পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনে বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নবাবুর রহমান এ অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে উপস্থিত থাকা নিজেদের নির্দোষ দাবী করে বিচার প্রার্থনা করেন। আগামী ২৭ নবেম্বর রাষ্ট্রপক্ষের স্বাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। জানা গেছে, জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিনে হরিণাকুন্ডু উপজেলা চত্বরে মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপিসহ সমমনা দলগুলো। ২০১৩ সালের ৩ মার্চ বেলা কর্তব্যরত হরিণাকু-ু থানার কনস্টেবল জিএম ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে তৎকালীন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোঃ মোতাহার হোসেনসহ ২২০ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ৬ হাজার লোকের নামে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল ইসলাম মামলাটি তদন্ত করে ৩৮৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। অস্ত্র উদ্ধার ॥ নারী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বাকলিয়া থানার আশরাফিয়া হাউজিং সোসাইটির এক বাসায় অভিযান চালিয়ে গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে সিআইডি। চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে পাওয়া যায় এই আগ্নেয়াস্ত্রটি। মঙ্গলবার রাতে পরিচালিত অভিযানে এর সঙ্গে সংশ্লিষ্ট এক নারীকে আটক করা হয়। জানা যায়, আটক মহিলার নাম রোকসানা আক্তার (২৪)। তার স্বামী নাছির উদ্দিন মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। নাছিরের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি সংশ্লিষ্ট ১৮ মামলা রয়েছে আনোয়ারায় থানায়। মঙ্গলবার রাতে নাছিরউদ্দিনের বাসায় অভিযান চালানো হয় চোরাই মোটরসাইকেল উদ্ধারের উদ্দেশ্যে। কিন্তু বাসায় ঢুকতে ও তল্লাশিতে বাধা দেন রোকসানা আক্তার। বাসার আলমিরা থেকে উদ্ধার করা হয় ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল। এছাড়া একটি ম্যাগজিন ও একটি কিরিচও উদ্ধার হয়। এদিকে, নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতাররা হলেনÑ সেলিম (২৫), বাবুল (২৫), দেলোয়ার (২২) ও আবু তাহের (২৬) । কৃষকের সর্বনাশ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ সেপ্টেম্বর ॥ মুক্তিযোদ্ধার সন্তান কৃষক নসা মৃধার সর্বনাশ করে দেয়া হয়েছে। লালুয়ার চান্দুপাড়া গ্রামের এ কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছেন। জীবন-জীবিকার একমাত্র অবলম্বন চাষাবাদের প্রায় সাড়ে সাত একর ক্ষেতের আমন চারায় আগাছা নাশক ওষুধ প্রয়োগ করে নষ্ট করে দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কিংবা তার আগের রাতে স্প্রে করে এমন সর্বনাশ করা হয় নসা মৃধার। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ করেছেন। নসা মৃধা জানান, চান্দুপাড়া মৌজায় ৩৭৫, ৩৬৭, ৩৭১, ৩৭৭ ও ৪২৪ নম্বর খতিয়ানের ১৪১৫ নম্বর দাগের সাড়ে সাত একর কৃষি জমি তার পরিবার বন্দোবস্ত পায়। যা ভোগ দখলে বাধা দেয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে রোপিত আমন চারা আগাছা নাশক ওষুধ স্প্রে করে নষ্ট করে দেয়া হয়েছে। লকলক করে বেড়ে ওঠা সবুজ আমন চারাগুলো বর্তমানে লাল কিংবা বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ সেপ্টেম্বর ॥ ঢাকা-আরিচা আশুলিয়া মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘বাইশ মাইল’ থেকে শুরু হয়ে ‘নলাম’ পর্যন্ত সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাভার গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মূল সড়কে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন যাবত ৩ কিলোমটার এ সড়কটি ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে গণবিশ্ববিদ্যালয়ের যাতায়াতের সড়কটি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটির বিভিন্ন স্থান যেন পরিণত হয়েছে পুকুরে। প্রতিবছর বর্ষার মৌসুমে সড়কটির এমন বেহাল দশা হলেও যেন দেখার কেউ নেই।
×