ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

প্রকাশিত: ০৫:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মির্জাপুর, সাভার ও ঝিনাইদহে শিশুসহ নিহত হয়েছে ৬ জন। আহত হয়েছে ৩২ জন। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ চারজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে একই স্থানে মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় বাস-কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৩ জন এবং দেওহাটা কচুয়াপাড়া এলাকায় এক সাইকেল আরোহী মারা যায়। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের বনপাড়ার উপজেলার দিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাকচালক মোস্তাফা কামাল (৪০), বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার গ্রামের ছামাদ মিয়ার ছেলে ট্রাকের হেলপার সোহাগ (২০), নওগার সদরের শিমলা গোয়ালপাড়া গ্রামের বমন সরদারের ছেলে কাভার্ড ভ্যানচালক ইয়াছিন আলী (৪৫) এবং মির্জাপুরের মীর দেওহাটা গ্রামের পটু সিকদারের ছেলে সাইকেল আরোহী বদর উদ্দিন (৪৫)। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকাল আটটার দিকে রেকার দিয়ে যানবাহন রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে। সকাল পৌনে সাতটার দিকে মহাসড়কের উক্ত স্থানে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় বাসের পেছনে অপর একটি বাস ও কাভার্ড ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে চারটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়। সাভার ॥ যাত্রীবাহী বাসচাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়েছে। বুধবার ভোর ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ ॥ হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় সুজন নামে ১ম শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চাঁদপুর নামক স্থানে গ্রাম-বাংলার ধাক্কায় (ইঞ্জিনচালিত) সে নিহত হয়।
×