ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে শিশু হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

রংপুরে শিশু হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৮ সেপ্টেম্বর ॥ রংপুরে লাকী খাতুন নামে এক বছর বয়সী শিশু সন্তানকে হত্যার দায়ে মা রাহেলা খাতুনের (৩০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রাহেলা আদালতে উপস্থিত ছিল। ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে নিজ শিশু কন্যা লাকীকে গলাটিপে হত্যা করে মা রাহেলা। জানা যায়, ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে এক বছর বয়সী মেয়ে লাকীকে গলাটিপে হত্যার পর লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে দেয় মা রাহেলা খাতুন। পরদিন সকালে বাড়ির লোকজনসহ স্থানীয়রা লাকীর মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেন। বরগুনায় ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন ॥ নিজস্ব সংবাদদাতা জানান, বরগুনায় একটি হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবনসহ প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু তাহের। বুধবার দুপুর ১২টায় এ রায় দেয়া হয়েছে। জানা যায়, আমতলীর খুড়িয়ার খেয়াঘাট এলাকার গরু ব্যবসায়ী নয়া মিয়াকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১২ সালের ১০ এপ্রিল রাত ৮টার দিকে অপহরণ করে আসামি শহীদুল ইসলামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শহিদুল ইসলাম, বারেক, বশির, মোয়াজ্জেম, রব ও মজিবর হাত-পা ও মুখ বেঁধে পাটাপুতা (মসলা বাটার পাথর) দিয়ে পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত থেতলে দেয় এবং বুকের উপর আঘাত করে। রাত ২টার দিকে তারা রক্তাক্ত অবস্থায় নয়া মিয়াকে ফেলে চলে যায়। ভোর ৩টার দিকে এলাকার ইউপি সদস্য ও স্থানীয়রা নয়া মিয়াকে উদ্ধার করে ভোর ৪টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরে একজনের ফাঁসি, ১৬ জনের যাবজ্জীবন ॥ নিজস্ব সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর পৃথক দু’টি হত্যা মামলার রায়ে ফাঁসিতে ঝুলিয়ে বেলাল হোসেন নামে একজনের মৃত্যুদ- এবং রামগতির কৃষক লোকমান হোসেন হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে পৃথক দু’টি আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাসেম অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা বেগম ফেরদৌসীকে যৌতুকের জন্য হত্যা মামলার এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাইদুর রহমান গাজী কৃষক লোকমান হোসেন হত্যা মামলার পৃথক এ রায় দেন। নিহত ফেরদৌসীর দেবর বেলাল হোসেনকে মৃত্যুদ- দেন বিচারক। তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার পাঁচ আসামির মধ্যে মহিলাসহ অপর চারজন বেকসুর খালাস দেয়া হয়। লক্ষ্মীপুর পৌর শহরের লামচরী গ্রামের নিজ বাড়িতে ২০১০ সালের ২৩ নবেম্বর হত্যা করে। অপর মামলায় রামগতির চরআলেকজান্ডার সবুজ গ্রামে কৃষক লোকমান হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্তরা হচ্ছে, মোঃ মোস্তফা, মনির হোসেন, নাহিদ, রেজাউল হক, মজনু, মোঃ আলতাফ, রুবেল, রুবেলের বাবা ধন রাজা, সহিজল, আয়ুব আলী, মাকসুদ, মোর্শেদ, অহিদুর রহমান, মোঃ জিন্নাহ, হান্নান ও আব্বাস। একই সঙ্গে দ-প্রাপ্ত প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত।
×