ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাওয়া সড়কে এক মাসে ১২ দুর্ঘটনা

প্রকাশিত: ০৫:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মাওয়া সড়কে এক মাসে ১২ দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মাওয়া থেকে বালিগাঁও ১৪ কিলোমিটার সড়কের মধ্যে অর্ধশতাধিক ড্রেজারের পাইপ রাস্তার ওপর দিয়ে টেনে নিয়ে বিভিন্ন জায়গায় বাড়িঘর, ফসলী জমি, খালসহ পুকুর ভরাটের কাজ চলছে বছরের পর বছর। রাস্তা নয়, ড্রেজিং প্রকল্প, এমনটিই মনে হবে মাওয়া-লৌহজং-বালিগাঁও সড়কটির ওপর বসানো পাইপের চিত্র দেখলে। নিয়মনীতি না মেনে এবং আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে এভাবেই ব্যস্ততম সড়কের ওপর দিয়ে ড্রেজিং পাইপ বসিয়ে বালু উত্তোলনের কাজ চলছে। গত এক মাসে এই সড়কে যত্রতত্রভাবে অবৈধ ড্রেজিংয়ের পাইপ বসানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে এক ডজনের উপরে। সর্বশেষ শনিবার সন্ধ্যায় মাওয়া-লৌহজং-বালিগাঁও সড়কের ঘোলতলী-জোড়পুলের মাঝখানে নগরবাড়ি নামক স্থানে রাস্তার ওপর ড্রেজিং পাইপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাওলাদারের ভাতিজা ও ভাগিনা পয়সা গ্রামের মোঃ কায়েশ হাওলাদার ও কুড়িগাঁও গ্রামের নবীন বেপারী গুরুতর আহত হন। তারা দু’জন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এমনি অহরহ বেড়েই যাচ্ছে দুর্ঘটনা।
×