ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসা দোরগোড়ায়

প্রকাশিত: ০৫:২৪, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসা দোরগোড়ায়

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কিডনি রোগীর দোরগোড়ায় এখন হেমোডায়ালাইসিস। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মাত্র চার শ’ টাকায় হেমোডায়ালাইসিস করা হয়। ল্যাপ্রোস্কোপি মেশিনে পিত্তথলির পাথরও বের করা হচ্ছে। হার্টের রোগীর জন্য রয়েছে সিসিইউ, আইসিসিইউসহ আধুনিক যন্ত্রপাতি। ৫ তলা সম্প্রসারিত ভবনও নির্মাণ করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা আর নিরাপত্তা ব্যবস্থায় হাসপাতালে আগত সব রোগীই সন্তুষ্ট। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এখন স্বাস্থ্যসেবায় মডেল। হাসপাতালে রক্ত, মল-মূত্র, ইসিজি, এক্স-রেসহ নানান ধরনের পরীক্ষাও হয় সহজে। তবে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হয় না প্রায় ৬ মাস। এটি জরুরী বলে মনে করেন কমিটির সদস্যরা। আউটডোরে প্রতিদিন মেডিক্যাল অফিসারের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন। পালাক্রমে আন্তঃবিভাগে মেডিক্যাল কলেজের অধ্যাপক মর্যাদার চিকিৎসক ব্যবস্থাপত্র দিচ্ছেন। গত এক মাসে দুর্ঘটনায় গুরুতর আহত মুমূর্ষু রোগী ছাড়া অন্য কোন রোগী রেফার্ড করা হয়নি এ হাসপাতাল থেকে। গাইনি, সার্জারি, কিডনি, পিত্তথলিতে পাথর, মেডিসিন এবং শিশু বিভাগসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা ব্যবস্থায় মেডিক্যাল কলেজের অধ্যাপক মর্যাদার চিকিৎসক ও হাসপাতালের কনসালটেন্ট চিকিৎসকের সমন্বয়ে রোগীরা চিকিৎসা পাচ্ছে।
×