ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নয়া জাদুর বাক্স

প্রকাশিত: ০৫:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

নয়া জাদুর বাক্স

মোবাইল বা মুঠোফোন গোটা বিশ্বটাকেই মুঠোয় পুরে দিয়েছে। এর স্মার্ট ভার্সন পূর্ণ করেছে ষোলোকলা। চাইলেই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে কথা বলা থেকে শুরু করে ছবি দেখা, ছবি তোলা, গেম খেলা, গান শোনা, গান রেকর্ড করা, টেক্সট পাঠানো, ইন্টারনেট ব্যবহার, মেমোরি কার্ডে পছন্দের যত গান, ছবি, অডিও-ভিডিও সংরক্ষণ করতে পারছি। মানুষে মানুষে যোগাযোগের সহজ একটি মাধ্যম করে দিয়েছে মোবাইল ফোন। কবি নির্মলেন্দু গুণ আদর করে যার নাম দিয়েছেন মুঠোফোন। বর্তমানে এটি আমাদের জীবনের একটি আবশ্যকীয় বিষয়ে পরিণত হয়েছে। মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা যায় না। চলা তো দূরের কথা মোবাইল ছাড়া সময় পার? এটা ভাবাই যায় না। একসঙ্গে এতকিছু পাচ্ছি যে অনায়াসেই একে জাদুর বাক্স বলতে পারি। সেলফি হচ্ছেÑ এই জাদুর বাক্সের চলতি আকর্ষণ। আমরা যেখানে থাকি, যেমন অবস্থাতেই থাকি না কেন, মোবাইল ফোনে নেট ব্যবহারের বদৌলতে ফেসবুকে অহরহ দৃষ্টিনন্দন বা দৃষ্টিকটু সেলফি তুলে শেয়ার করছি। এতে আমরা বিনোদিত হচ্ছি, আনন্দিত হচ্ছি। এটিকে এখন আর শুধু যোগাযোগের মাধ্যম বলা যাবে না। যোগাযোগের পাশাপাশি এটি এখন বিনোদনেরও একটি অন্যতম উপকরণ। মোবাইল ফোন বিজ্ঞানের একটি অনন্য আবিষ্কার। আমাদের দৈনন্দিন জীবনে এটি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটির পরিপূর্ণ সুফল আমরা তখনই পাব যখন সচেতনভাবে এর ব্যবহার করতে পারব। সঠিক এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই মোবাইল সংক্রান্ত যত মন্দ দিক রয়েছে তা থেকে আমরা মুক্ত হতে পারি। আর এজন্য প্রয়োজন মোবাইল ব্যবহারকারীদের সচেতন করা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আমাদের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সঠিক ব্যবহারের দিকটি তুলে ধরলে মোবাইলের মাদকতা কাটিয়ে আমরা এর সুষ্ঠু ব্যবহারের দিকে যেতে পারব। মোহাম্মদপুর, ঢাকা থেকে
×