ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবক্ষয়ের অনুষঙ্গ যেন না হয়

প্রকাশিত: ০৫:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

অবক্ষয়ের অনুষঙ্গ যেন না হয়

মোবাইল ফোন এমন একটি প্রয়োজনীয় যন্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে যে ভাবলে অবাক হতে হয়। মোবাইল ছাড়া মানুষ এখন এক মুহূর্ত চলতে পারছে না। অথচ যখন মোবাইল ফোন ছিল না, তখনও মানুষ চলেছে, তখন কোন কাজ থেমে থাকেনি। এই সেদিনের কথা। নব্বইয়ের দশকেও মানুষ মোবাইল কি বস্তু তা প্রায় জানত না। মাদক যে খায়নি বা পান করেনি, তার মাদকদ্রব্য না হলেও চলে কিন্তু যে মাদকদ্রব্য ব্যবহার করেছে তার ভেতর নেশাগ্রস্ততা তৈরি হয় এবং মাদক সেবনকারীর পক্ষে মাদকদ্রব্য ব্যতীত চলা অসম্ভব হয়ে দাঁড়ায়। মোবাইল ফোন ব্যবহারকারীদের অবস্থা এ রকমই। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মোবাইল ফোন না হলে এখন চলবেই না। আধুনিক যুগে এখন সাধারণ মোবাইল চলছে না, প্রয়োজন এ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন, টাচ ফোন। এখন ধনী-গরিব সকলেরই মোবাইল ফোন আছে। বাজারে যেতে মোবাইল, হাঁটতে যেতে মোবাইল, কৃষিকাজে ক্ষেতে-খামারে যেতে মোবাইল। জেলে নৌকা নিয়ে খাল বিল বা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মোবাইল রাখা এখন চাহিদা হয়ে গেছে। মোবাইলে ইন্টারনেট দেয়ার জন্য মোবাইলটা এখন আরও ক্রেজ হয়ে দাঁড়িয়েছে। রাত জেগে ফেসবুকিং, টুইটারিং, স্কাইপ, ইন্টারনেট চ্যাটিং এখন কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের কাছে নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। বইপুস্তুকের জ্ঞানের চেয়ে এখন এটাকেই বেশি প্রয়োজন মনে করছে। স্কুলের কোন্ বারান্দার কোথায় বা বাড়ির কোন্ পাশ থেকে ওয়াই-ফাই ধরা যাবে, তা এখন জানা হয়ে গেছে। একজনের কাছ থেকে আরেকজন পাসওয়ার্ডও জেনে যাচ্ছে ওয়াই-ফাইয়ের। কাজেই ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য এখন আর টাকাও খরচ করতে হচ্ছে না। তাই মোবাইল যেন এক নতুন মাদক। এই কিছুদিন আগে কক্সবাজারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলো মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে। গাড়ি চালনারত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার নিষেধ হলেও এটি কার্যকর হচ্ছে না। ফলে গাড়ি দুর্ঘটনাও ঘটছে মোবাইল মাদকতা থেকে। মোবাইল ফোন এভাবে মাদকের মতো সর্বনাশ করছে আমার-আপনার সন্তানের, মানুষের। সুতরাং দেশের সরকার ও সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে তাই ঐক্যবদ্ধ প্রয়াস নিতে হবে দ্রুত এ মহামাদকের হাত থেকে আক্রান্তদের কিভাবে রক্ষা করা যায় সেদিকটা দেখার জন্য। সবার আগে মোবাইল ক্যামেরা তথা সেলফি কালচার বন্ধ করা দরকার। এ ছাড়া মোবাইলে ইন্টারনেটের এ্যাকসেস শুধু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বরত ব্যক্তি যেমন পুলিশ, আর্মড ফোর্সেস ইত্যাদি পেশায় নিয়োজিত ব্যক্তিগণের জন্য বৈধ করা উচিত। এ বিষয়ে প্রয়োজনে আইন করে কার্যকর করা অত্যন্ত জরুরী। ঢাকা থেকে
×