ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুমায়ূন আহমেদের নাটক ‘বাক্স’

প্রকাশিত: ০৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

হুমায়ূন আহমেদের নাটক  ‘বাক্স’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় চ্যানেল আই। আগামী পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের ১৮তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার দর্শকদের চ্যানেল আই সম্পর্কে ভাবনা ও প্রত্যাশা নিয়ে নির্মিত হয়েছে প্রতিদিনের অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই আঠারোয় জয়ধ্বনি’। অনুষ্ঠানটি প্রচার শুরু জয়েছে ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮-৩৫ মিনিটে। আগামী ১ অক্টোবর সকাল ১০-৩০ মিনিট থেকে দিনব্যাপী চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার হবে উৎসব উদ্যাপনের নানান আয়োজন নিয়ে অনুষ্ঠান ‘১৮ বছরে চ্যানেল আই আঠারোয় জয়ধ্বনি’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। এদিন রাত ৭-৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটক ‘বাক্স’। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইব্রাহিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ অন্তু করিম, জে এইচ হিমি, ঝুনা চৌধুরী, মনিরা মিঠু, মিন্টু সরদার, ডাঃ আজাদ, সাইফুল ইসলাম বুলবুল, স্বপন, মান্নান ভুইয়া প্রমুখ। এছাড়া ২ অক্টোবর প্রচার হবে সোমা ইসলামের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান বার্তা কক্ষের ‘সদর-অন্দর’।
×