ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আসছে যাত্রী ব্যান্ডের নতুন এ্যালবাম

প্রকাশিত: ০৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আসছে যাত্রী ব্যান্ডের  নতুন এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১০ বছর পর জি-সিরিজ থেকে প্রকাশ হতে যাচ্ছে যাত্রী ব্যান্ডের নতুন এ্যালবাম। জানা গেছে এটি ‘যাত্রী’ সেলফ টাইটেলের এ্যালবাম হবে। এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য তপু বলেন, যাত্রীর এই এ্যালবামেও রয়েছে চমক। এর মাধ্যমে আবারও‘ এক পায়ে নূপুর’ খ্যাত গায়িকা আনিলার সঙ্গে নতুন গান পাওয়া যাবে। ইতোমধ্যে সাগর বাউলের সঙ্গে যাত্রীর ‘কে ডাকে ২০১৬’ গানের নতুন মিউজিক ভিডিওটি দর্শকের মাঝে সাড়া ফেলেছে। তপু বলেন, দীর্ঘদিন পর আমার ব্যান্ডের এ্যালবাম প্রকাশ হচ্ছে। আশাকরি এতে শ্রোতারা আমার একক গানের সঙ্গে বিশাল ফারাক খুঁজে পাবেন। গানগুলোতে আধুনিকতার ব্যতিক্রম ছোঁয়া পাবেন। এ জন্য ব্যান্ড সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রত্যেকে বেশ যতœ নিয়ে গানগুলো নির্মাণ করেছেন। প্রত্যেকের বাজনাতেও নতুনত্ব রয়েছে । মোটকথা, একজন গায়কের একক গান ও বয়ান্ডের গানের যে একটা পার্থক্য রয়েছে, তা বোঝা যাবে এই গানগুলো শুনলে। এ প্রসঙ্গে যাত্রী ব্যা-ের বেস গিটারিস্ট শামস বলেন, তপু ভাই আমাদের ব্যান্ডের নেতা হলেও গান করার ক্ষেত্রে তিনি আমাদের ব্যান্ডের সবার পছন্দকেই গুরুত্ব দেন । একজন মিউজিশিয়ান হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারাাই বিশাল আনন্দের। তিনি আমাদের ওপর কিছু চাপিয়ে দেন না। তাই তো যাত্রীর প্রথম এ্যালবাম এখনও তপু ভাইয়ের সঙ্গেই আছে। যাত্রী ব্যা-ের ভোকাল তপু, লিড গিটারে সেতু, কীবোর্ডে রোমল, ড্রামার খালেদ এবং বেস গিটারে রয়েছেন শামস। প্রসঙ্গত, একবিংশ শতাব্দীর শুরুর দিকে গানপিয়াসী কয়েকজন তরুণ সঙ্গীত চর্চার নিমিত্তে গড়ে তোলে ব্যান্ড ‘যাত্রী’। ২০০৩ সালে ‘স্বপ্নচূড়া’ মিক্সড এ্যালবামে এ ব্যান্ডের প্রথম গান প্রকাশ হয়। ব্ল্যাক ব্যান্ডের ড্রামার টনির তত্ত্বাবধানে প্রকাশিত এই এ্যালবামে যাত্রীর গানের নাম ছিল ‘নূপুর’। প্রথম গানেই বাজিমাত। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যায় যাত্রী ব্যান্ডের গায়ক তপু। সেই থেকে এখনও অব্দি তাদের ‘এক পায়ে নূপুর’ গানটি বাংলা গানের শ্রোতাদের মুখে মুখে। বাংলাদেশের মানচিত্র পেরিয়ে এই গান ওপার বাংলায়ও জনপ্রিয়। এক সময় বাংলাদেশের যমুনা ফিউচার পার্কে বলিউডের জনপ্রিয় গায়ক অরজিত সিং গান করতে এসে বলেছিলেন, তিনি তপুর ‘এক পায়ে নূপুর’ গান শুনে সঙ্গীতের প্রতি বিশেষ টান অনুভব করেন। লাখো দর্শকের সামনে এ কথা বলে তিনি তপু ও যাত্রী ব্যান্ডের এ গানটি পরিবেশন করেন। এরপর অরিজিত এদেশে শো করতে এলেই ‘এক পায়ে নূপুর’ গানটি পরিবেশন করেন। ২০০৪ সালে টনির তত্ত্বাবধানে আবারও প্রকাশ হয় ব্যান্ড মিক্সড এ্যালবাম ‘স্বপ্নচূড়া-২’। এই এ্যালবামে প্রকাশিত যাত্রী ব্যান্ডের ‘একটা গোপন কথা’ গানটি জনপ্রিয় হয়। এবার দেশের তারকা ব্যান্ডের কাতারে ঠাঁই করে নেয় যাত্রী। যাত্রী ব্যান্ডের গায়ক তপু হয়ে ওঠেন প্রজন্মের আকর্ষণীয় তারকা। এসবের নেপথ্যে ছিলেন জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ। কারণ গানগুলো প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। ২০০৬ সালে এসে যাত্রী ব্যান্ডের একক এ্যালবাম ‘ডাক’ প্রকাশ হয়। এ্যালবামের প্রায় প্রতিটি গান শ্রোতাদের পছন্দ করে। তবে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘কে ডাকে’, ‘মিথ্যে প্রেম’ ও ‘অজানা মনে’। এর মধ্যেই দেশ-বিদেশের স্টেজ শো এবং টেলিভিশন শোতে ব্যান্ডের চাহিদা বেড়ে যায় গায়ক তপু ও যাত্রী। ব্যান্ডের পাশাপাশি তপু একক গান নিয়েও ব্যস্ত হয়ে পড়েন। জি-সিরিজ থেকে তার ৪টি একক এ্যালবাম প্রকাশ হয়। এগুলো হলো-‘বন্ধু ভাবো কি?’, ‘সে কে?’, ‘আর তোমাকে’ ও ‘দেখা হবে বলে’। এ্যালবামগুলো শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। পাশাপাশি তপু ও ব্যান্ড যাত্রীর আরও বেশকিছু গান বিভিন্ন মিশ্র এ্যালবামে প্রকাশ হয়। ২০০৯ সালে জনপ্রিয় চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রে তপু অভিনয় করে প্রশংসিত হোন তপু।
×