ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৫৫ বছর পর কিউবায় রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

৫৫ বছর পর কিউবায় রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ ৫৫ বছর পর কিউবায় পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, এ হচ্ছে ‘অধিকতর স্বাভাবিক ও গঠনমূলক সম্পর্কের দিকে একটি পদক্ষেপ।’ খবর বিবিসির। তবে এ নিয়ে কংগ্রেসে বিরোধিতা মোকাবিলা করতে হতে পারে ওবামাকে। কংগ্রেসের বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য কমিউনিস্ট শাসিত কিউবার সঙ্গে ওবামার কাজের ধরন প্রত্যাখ্যান করে আসছেন। গত বছরের জুলাইয়ে কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় স্থাপিত হয়। কিন্তু সেখানে কোনো রাষ্ট্রদূত ছিলেন না। রাষ্ট্রদূত জেফরি ডিলরেনটিসকে নিয়োগ দেয়ার মধ্যদিয়ে সেই শূন্যস্থান পূরণ হলো।
×