ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ আর নেই

প্রকাশিত: ০৫:১৩, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ আর নেই

ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিমন পেরেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। খবর এএফপির। পেরেজের জামাতা রাফি ওয়ালদেন জানান, তিনি বুধবার ঘুমের মধ্যে মারা যান। তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পেরেজ অসুস্থ বোধ করেন। এরপর তাকে তেল আবিবের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পেরেজ ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দু’বার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির উদ্যোগের কারণে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ফিলিস্তিনী নেতা ইয়াসির আরাফাত ও সাবেক ইসরাইলী প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের সঙ্গে যৌথভাবে তিনি এ পুরস্কার পান।
×