ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্বল নজরদারি শেয়ারবাজারে উদ্বেগের কারণ

প্রকাশিত: ০৫:১১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

দুর্বল নজরদারি শেয়ারবাজারে উদ্বেগের কারণ

দুর্বল নজরদারির কারণে শেয়ারবাজার এখনও উদ্বেগের কারণ হয়ে রয়েছে বলে তথ্যপ্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার রাজধানীর সিরডাপে এক সংবাদ সম্মেলনে বিশ্ব প্রতিযোগিতা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে শেয়ারবাজার ইনসাইডার ট্রেডিং দ্বারা নিয়ন্ত্রিত বলে বিশ্ব প্রতিযোগিতা রিপোর্টে তুলে ধরা হয়। এছাড়া শেয়ারবাজারের মাধ্যমে অর্থ উত্তোলন কঠিন হওয়ায় দেশের আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয়। দেশের আর্থিক খাতের উন্নয়নের স্বার্থে এসব সমস্যা সমাধান করা দরকার বলে সুপারিশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করার কথা বলা হয়। সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত রিসার্চ পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ এ্যাসোসিয়েট কিশোর কুমার বশাকসহ অন্যরা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×