ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেলের বাজার ভারসাম্যপূর্ণ

প্রকাশিত: ০৫:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

তেলের বাজার ভারসাম্যপূর্ণ

বিশ্ব তেলের বাজার এখন ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের জ্বালানি খনিজ ও শিল্পমন্ত্রী খালিদ আল ফালিহ। গত মঙ্গলবার আলজেরিয়ায় আন্তর্জাতিক তেল রফতানিকারকদের প্রতিষ্ঠান ওপেক অন্তর্ভুক্ত ও অন্তর্ভুক্তিহীন দেশগুলোর মধ্যে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সভায় খালিদ আল ফালিহ বলেন, বর্তমান তেলের বাজারের মৌলিকত্ব নিয়ে আমরা বেশ আশাবাদী। গত কয়েক মাস আগে তেলের বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও এখন বাজার আবার ঠিকভাবেই চলছে। আমরা যে রকম আশা করছিলাম, ঠিক সেরকমভাবেই বাজারে সমতা ফিরে এসেছে। ওপেকের সদস্যপদহীন তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার প্রতিনিধিরাও চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে বিশ্বে তেলের বাজার দর বেশ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×