ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্যাটের পক্ষে নন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

ভ্যাটের পক্ষে নন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ মূল্য সংযোজন করের (ভ্যাট) পক্ষে নন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। যদিও এটিকে ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উদাহরণ দিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি ভারত সাধারণ ও পণ্য পরিষেবা কর (জিএসটি) চালু করে, এটি একটি বিরাট কাজ করেছে। স্টেট এবং ফেডারেল সমন্বয় করে তারা এই চমৎকার কাজ করেছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ভ্যাটের পক্ষে নই। যদিও এটি আমার ব্যক্তিগত মত। ভ্যাটের পরিবর্তে যদি জিএসটি আসত তাহলে আমি খুশি হতাম। বুধবার রাজধানীর আইডিএবি ভবনে ‘এনবিআর-এফবিসিসিআই পার্টনারশিপ প্রোগ্রাম: নলেজ ইনহেন্সমেন্ট’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, ভ্যাট আইন নিয়ে জটিলতা থাকলেও তা এখন কেটে গেছে। এই আইন বাস্তবায়নে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, গত কয়েক বছর মানুষের আয় যে হারে বেড়েছে সে তুলনায় রাজস্ব বাড়েনি। আমরা পানি থেকে পাড়ে এসে উঠেছি। এখন উঠে দাঁড়াতে হবে। এর জন্য অর্থ প্রয়োজন। তাই আমাদের রাজস্ব বাড়াতে হবে। সর্বত্র উন্নয়নের হাওয়া বইছে উল্লেখ করে তিনি বলেন, সরকারী-বেসরকারী খাতে সমন্বয়ে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। এক সময় এর মূল্যায়ন হবে, আজ হোক আর কাল হোক। এনবিআর-এফবিসিসিআইয়ের মধ্যে যে পার্টনারশিপ রয়েছে তা এখন সুন্দর ও দেখার মতো। এই পার্টনারশিপকে আরও এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করেন অর্থ প্রতিমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ।
×