ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রানার নিয়ে এলো আমেরিকান প্রযুক্তির মোটরসাইকেল

প্রকাশিত: ০৫:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৬

রানার নিয়ে এলো আমেরিকান প্রযুক্তির মোটরসাইকেল

দেশী মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস দেশে আমেরিকান প্রযুক্তির ইউএম রানার ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মাণ করতে যাচ্ছে। এ লক্ষ্যে রানার অটোমোবাইলস লি. আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এ সহযোগিতার মাধ্যমে রানার ময়মনসিংহ, ভালুকায় অবস্থিত তার নিজস্ব আধুনিক উচ্চপ্রযুক্তির কারখানায় দেশীয় উপযোগী ইউএম রানার ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মাণ করবে। আর আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি কারিগরি এবং প্রকৌশলীতে রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট আর আন্তর্জাতিক সোর্সিং সহযোগিতা দেবে। এসব উচ্চ পারফর্মেন্স এবং স্টাইলিস ইউ এম রানার ব্র্যান্ডের মোটরসাইকেলে অনেক বৈশিষ্ট্য থাকবে, যা আগামী মাস থেকেই সারাদেশে রানারর শো রুমে পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি
×