ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দ হকের মৃত্যুতে প্রবাসেও শোকের ছায়া

প্রকাশিত: ০৫:০৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সৈয়দ হকের মৃত্যুতে প্রবাসেও শোকের ছায়া

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন প্রবাসীরাও। দলমত নির্বিশেষে সকলেই এ মৃত্যুকে বাঙালী জাতির এগিয়ে চলার ক্ষেত্রে অপূরণীয় এক শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন। শোকার্ত প্রবাসীদের এক দোয়ামাহফিল অনুষ্ঠিত হয় ফ্লোরিডায় ওয়েস্ট পামবিচে। ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমানের সভাপতিত্বে এ মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয় আমির আলী চৌধুরীর নেতৃত্বে। সৈয়দ হকের আত্মার শান্তি কামনার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ুও কামনা করা হয়। কেক কাটার কথা ছিল এ অনুষ্ঠানে। কিন্তু সৈয়দ হকের মৃত্যুতে জন্মদিনের সমস্ত আয়োজন বাতিল করায় ফ্লোরিডা আওয়ামী লীগও একই পন্থা অবলম্বন করল। এমনকি ভার্জিনার অনুষ্ঠানও বাতিলের নির্দেশ দেন শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর রাতে ফ্লোরিডা আওয়ামী লীগের এ শোক সমাবেশে সৈয়দ হকের স্মৃতিচারণ এবং তাঁর জীবন-আদর্শ অনুসরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থাকার সঙ্কল্প ব্যক্ত করেন।
×