ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে প্রশ্নোত্তর

বাংলাদেশ এই মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণ মুক্ত ॥ নাসিম

প্রকাশিত: ০৫:০৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ এই মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণ মুক্ত ॥ নাসিম

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ মতে বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ ভাগ। ওই একই বিভাগের অপর এক প্রতিবেদন অনুযায়ী এ হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ১৬ লাখ ৬৪ হাজার। বিশ্বে এ পর্যন্ত মোট ৮৮ দেশে জিকা ভাইরাস আছে বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশসহ এশিয়ার সবকটি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশে এই মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণ মুক্ত রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারী হিসেবে বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ১৪৩, যার মধ্যে মৃতের সংখ্যা ৬৫৮। চিকিৎসা সেবা ও এইচআইভি শনাক্তকরণ কার্যক্রম সরকারী ১২ হাসপাতালের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার মধ্যে চার সরকারী হাসপাতাল হতে এইডস আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।
×