ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে ৬ জন দগ্ধ, ট্রেনে কাটা পড়েছে ছাত্রী

প্রকাশিত: ০৫:০৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীতে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে ৬ জন দগ্ধ, ট্রেনে কাটা পড়েছে ছাত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পৃথক এলাকায় পানির ট্যাঙ্ক বিস্ফোরণে ছয় জন দগ্ধ, ট্রেনে কাটা পড়ে মিরপুর সরকারী বাঙলা কলেজের এক ছাত্রীর মৃত্যু, কবিরাজের পড়া ডাবের পানি পান করে একই পরিবারের চারজন অচেতন ও মিরপুর সরকারী বাঙলা কলেজের সামনে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। ছয়জন দগ্ধ ॥ বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর ধানম-ি ৪ নম্বর সড়কের ৩৪/এ নম্বর বাসায় পানির ট্যাঙ্ক বিস্ফোরণে ছয়জন দগ্ধ হন। পুলিশ জানায়, নিরাপত্তা প্রহরী ট্যাঙ্কের ভেতরে ট্যাঙ্ক পরিষ্কার হয়েছে কি না দেখেন। এরপর তিনি সেখানেই সিগারেট জ্বালালে দুর্ঘটনাটি ঘটে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু ॥ ঢাকার কমলাপুরের রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, বুধবার ভোর ছয়টার দিকে খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে মিরপুর সরকারী বাঙলা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নূরি জান্নাত মিতুর (২৬) মৃত্যু হয়। জামালপুরের কমিউটার ট্রেনে ওই ছাত্রী কাটা পড়েন। ঘটনার সময় ওই ছাত্রী মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান। কবিরাজের পড়া ডাবের পানি পান করে চারজন অচেতন ॥ মঙ্গলবার গভীররাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ঘোড়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে। বুধবার ভোরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, কবিরাজ সিদ্দিকের পরিবারের সবাইকে পড়া ডাবের পানি পান করতে বলে। মিরপুর বাঙলা কলেজের সামনে রাস্তা অবরোধ ॥ হেলমেট ছাড়া তিনজন তুলে মোটরসাইকেল চালানোর দায়ে মিরপুর বাঙলা কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলায়মান মিয়া জীবনকে নামায় পুলিশ সার্জেন্ট। এক পর্যায়ে সার্জেন্ট মামলা করলে হাঙ্গামা বেঁধে যায়।
×