ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তথ্য প্রাপ্তির অধিকার আদায়ে সচেতন হোন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:০৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

তথ্য প্রাপ্তির অধিকার আদায়ে সচেতন হোন ॥ রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠাগুলোতে তথ্য দেয়ার সংস্কৃতি গড়ে তোলাকে ‘বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে তা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সমাজে দীর্ঘকাল থেকেই গোপনীয়তার একটি সংস্কৃতি চলে আসছে। ফলে সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ দাফতরিক গোপনীয়তার আইনে দীক্ষিত। অন্যদিকে অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ধারণা করেন, তাদের ব্যর্থতা, অস্বচ্ছতা ও দুর্নীতির খবর সাধারণ জনগণ জানতে পারলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হতে পারে। তাই সব প্রতিষ্ঠানে তথ্য প্রদানের সংস্কৃতি গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। দেশ ও জনগণের কল্যাণে আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ সময় তথ্য অধিকার আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোও অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ। এগুলো হলো- সাধারণ জনগণের মধ্যে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ, তথ্যকে ক্যাটালগ ও ইনডেক্স অনুযায়ী সংরক্ষণ, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তথ্য প্রদানের মানসিকতা সৃষ্টি করা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং তাকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণ ও সহায়তা দান, তথ্য অধিকার আইন কার্যকরভাবে প্রয়োগ করতে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা। তথ্য প্রাপ্তির অধিকার আদায়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অধিকার কেউ কাউকে দেয় না, তা আদায় করে নিতে হয়। তাই তথ্য প্রাপ্তিতে জনগণকে তাদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য জানা আর না জানা অনেকটা আলো-আঁধারের মতো।
×